ফের রজত গুপ্তের আবেদন খারিজ

সংস্থার গোপন তথ্য ফাঁস করে বেআইনি শেয়ার লেনদেনে শরিক হওয়ার দায়ে মার্কিন মুলুকে দু’বছরের জেল হয়েছে প্রাক্তন গোল্ডম্যান স্যাক্স ডিরেক্টর রজত গুপ্তের। তবে সম্প্রতি এই রায় ফিরে দেখার জন্য ফের নতুন করে আবেদন করেছিলেন তিনি। আমেরিকার জেলা জজ তা খারিজ করে দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০২:২৪
Share:

সংস্থার গোপন তথ্য ফাঁস করে বেআইনি শেয়ার লেনদেনে শরিক হওয়ার দায়ে মার্কিন মুলুকে দু’বছরের জেল হয়েছে প্রাক্তন গোল্ডম্যান স্যাক্স ডিরেক্টর রজত গুপ্তের। তবে সম্প্রতি এই রায় ফিরে দেখার জন্য ফের নতুন করে আবেদন করেছিলেন তিনি। আমেরিকার জেলা জজ তা খারিজ করে দিয়েছেন।

Advertisement

ওই বিচারক তাঁর রায়ে জানিয়েছেন, কঠোর সত্য এটাই যে, রজতবাবু অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। ফলে এ নিয়ে আবার আইনের দ্বারস্থ হয়ে কোনও লাভ হবে না। বছর ছেষট্টির রজতবাবুর দাবি ছিল, গোপন তথ্য দিয়ে তিনি যে ব্যক্তিগত ফায়দা তুলেছিলেন, তা প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্যের অভাব রয়েছে। যদিও রজতবাবুর সঙ্গে এ ব্যাপারে সহমত হননি বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন