গাড়ি বিক্রি কমেছে শোরুমেও 

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে বুধবার জানান, চলতি অর্থবর্ষে খুচরো ব্যবসায় গাড়ি বিক্রির হার ফেব্রুয়ারিতে ছিল সবচেয়ে কম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০২:১১
Share:

গত মাসে ডিলারদের কাছে গাড়ি সংস্থাগুলির বিক্রি কমার কথা জানিয়েছিল এই শিল্পের সংগঠন সিয়াম। আর এ বার ডিলারদের শোরুম থেকে ক্রেতাদের গাড়ি কেনার প্রবণতা শিল্পের আরও বিবর্ণ ছবি তুলে ধরল। বুধবার ডিলারদের সংগঠন ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (ফাডা) পরিসংখ্যান বলছে, খুচরো ব্যবসায় বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি সব মিলিয়ে প্রায় ৮.০৬% কমেছে।

Advertisement

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে বুধবার জানান, চলতি অর্থবর্ষে খুচরো ব্যবসায় গাড়ি বিক্রির হার ফেব্রুয়ারিতে ছিল সবচেয়ে কম। চড়া বিমার খরচ-সহ বিভিন্ন কারণে গাড়ি কেনার আগ্রহ কমছে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে গাড়ি ডিলারদের কাছে পড়ে থাকছে। সবচেয়ে খারাপ অবস্থা দু’চাকার গাড়ি ব্যবসার। ডিলারদের কাছে থাকা দু’চাকার গাড়ি বিক্রি হতে হতে ৮০-৯০ দিন সময় লেগে যাবে বলে আশঙ্কা। যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা যথাক্রমে ৫০-৬০ ও ৪৫-৫০ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন