আরবিআইয়ের শঙ্কা সত্ত্বেও কেন্দ্র নাকচ করে নোট

রিজার্ভ ব্যাঙ্ক পর্ষদের উদ্বেগ সত্ত্বেও কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্তে এককাট্টা ছিল। গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী ওই সিদ্ধান্ত ঘোষণার ঠিক আগেই পর্ষদ তার বৈঠকে জানিয়েছিল, তুলে নেওয়া নগদ পরিমাণে ও নোট সংখ্যার হিসেবে যথেষ্ট তাড়াতাড়ি আবার বাজারে ফেরানো নিয়ে তাদের সংশয় রয়েছে।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৩৭
Share:

রিজার্ভ ব্যাঙ্ক পর্ষদের উদ্বেগ সত্ত্বেও কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্তে এককাট্টা ছিল। গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী ওই সিদ্ধান্ত ঘোষণার ঠিক আগেই পর্ষদ তার বৈঠকে জানিয়েছিল, তুলে নেওয়া নগদ পরিমাণে ও নোট সংখ্যার হিসেবে যথেষ্ট তাড়াতাড়ি আবার বাজারে ফেরানো নিয়ে তাদের সংশয় রয়েছে। সংসদীয় কমিটির কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ কথা জানাল শীর্ষ ব্যাঙ্ক। অর্থনীতি থেকে ৮৬% নগদ তুলে নেওয়ার প্রভাব কী হতে পারে, আরবিআই ও কেন্দ্র তা আগে ভাল ভাবে বিশ্লেষণ করেনি, বিভিন্ন মহলে এই সমালোচনার মুখেই এই দাবি শীর্ষ ব্যাঙ্কের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন