Interest

সুদ পরামর্শ

বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ, শীর্ষ ব্যাঙ্ক সুদ বাড়ালে তারা যে দ্রুততার সঙ্গে ঋণের সুদ বাড়ায়, সুদ কমানোর ক্ষেত্রে সেই গতি দেখা যায় না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ০৭:৫৩
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্কের পরামর্শ, সুদ কমার সুবিধা দ্রুত ঋণগ্রহীতাদের দিক ব্যাঙ্কগুলি। —প্রতীকী চিত্র।

ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে তিনটি ঋণনীতিতে মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট (যে সুদে রিজ়ার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়) কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তার মধ্যে শেষ বার কমেছে ৫০ বেসিস পয়েন্ট। তাতে ব্যাঙ্কগুলির পুঁজি সংগ্রহের খরচও কমেছে। জুনের প্রতিবেদনে রিজ়ার্ভ ব্যাঙ্কের পরামর্শ, সুদ কমার এই সুবিধা দ্রুত ঋণগ্রহীতাদের দিক ব্যাঙ্কগুলি। শীর্ষ ব্যাঙ্ক অবশ্য যথারীতি জানিয়েছে, প্রতিবেদনের মত লেখকদের নিজস্ব।

বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ, শীর্ষ ব্যাঙ্ক সুদ বাড়ালে তারা যে দ্রুততার সঙ্গে ঋণের সুদ বাড়ায়, সুদ কমানোর ক্ষেত্রে সেই গতি দেখা যায় না। এই অভিযোগের প্রেক্ষিতে একাধিক বারই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের দ্রুত সুবিধা দেওয়ার কথা বলেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যেই অবশ্য কয়েকটি ব্যাঙ্ক সুদ কমিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন