প্রতীকী ছবি।
নিয়ম-বহির্ভূত ভাবে ব্যবসা চালানোর অভিযোগ। ফের রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কোপে পড়ল ফোনপে লিমিটেড। ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাটিকে ২১ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। উল্লেখ্য, পাঁচ বছর আগে শেষ বার একই রকম শাস্তির মুখে পড়ে ফোনপে। বার বার সাজা হওয়ায় সংশ্লিষ্ট আর্থিক সংস্থাটির রক্তচাপ বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ফোনপের জরিমানার কথা ঘোষণা করে আরবিআই। এই ইস্যুতে জারি করা বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ‘প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট’ বা পিপিআইয়ের নিয়ম ভেঙে ব্যবসা চালাচ্ছিল সংশ্লিষ্ট ফিনটেক সংস্থা। শুধু তা-ই নয়, ফোনপে-র এসক্রো অ্যাকাউন্টেও হিসাবের গরমিল রয়েছে। সময়মতো এই হিসাব কেন্দ্রীয় ব্যাঙ্ককে জানায়নি তারা।
রিজ়ার্ভ ব্যাঙ্কের আইন অনুযায়ী, এসক্রো অ্যাকাউন্টে ঘাটতি হলে আর্থিক সংস্থাকে সঙ্গে সঙ্গে তা কেন্দ্রীয় ব্যাঙ্কের ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস’ দফতরে রিপোর্ট করতে হয়। কিন্তু বেঙ্গালুরুভিত্তিক ফিনটেক কোম্পানিটি তা করেননি। এর পরেই ফোনপের দফতরে গিয়ে নথিপত্র পরীক্ষার সিদ্ধান্ত নেন আরবিআইয়ের কর্তা-ব্যক্তিরা। সেখানে কারচুপি ধরা পড়তেই জরিমানা হয় ওই আর্থিক সংস্থার।
সূত্রের খবর, ২০২৩ সালের অক্টোবর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ফোনপের নথিপত্র পরীক্ষা করেন আরবিআইয়ের অফিসারেরা। বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও সন্তোষজনক উত্তর দিতে পারেনি তারা। এর পরেই শাস্তির সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক।
২০১৯ সালে পিপিআইয়ের নিয়ম ভাঙায় এক কোটি টাকা জরিমানা হয় ফোনপের। ঠিক তার পরের বছর একই কারণে জরিমানার অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ১.৩৯ কোটি। পরবর্তী পাঁচ বছরে এই ধরনের কোনও বিপত্তি হয়নি। তবে আরবিআইয়ের কোপে পড়লেও সংশ্লিষ্ট সংস্থাটির ডিজিটাল পরিষেবায় আপাতত কোনও সমস্যা হবে না বলেই জানা গিয়েছে।