—প্রতীকী ছবি।
ডিজিটাল ঋণের নিয়মে বড় বদল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, গত কয়েক বছরে দ্রুত গতিতে বেড়েছে ডিজিটাল ঋণ নেওয়ার প্রবণতা। তাই সেখানে স্বচ্ছতা আনতে জারি হয়েছে এই নতুন সার্কুলার।
চলতি বছরের এপ্রিলে ডিজিটাল ঋণের নিয়ম বদলের ব্যাপারে ইঙ্গিত দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেইমতো জারি হওয়া সার্কুলার অনুযায়ী, ডিজিটাল ঋণ প্রদানকারী অ্যাপগুলির তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে আরবিআই। আগামী ১ জুলাই থেকে সংশ্লিষ্ট তালিকাটি দেখতে পাবেন গ্রাহকেরা। এতে ডিজিটাল ঋণ অনেক বেশি নিরাপদ হবে বলে স্পষ্ট করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে ডিজিটাল ঋণের নামে ভূরি ভূরি সাইবার অপরাধ ঘটেছে। এই ধরনের ঋণগ্রহণকারী অ্যাপের তালিকা আরবিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত হলে, হ্যাকার-হানা থেকে মুক্তি মিলবে। সার্কুলারে আরবিআই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। তা হল, তালিকায় নাম থাকা ডিজিটাল অ্যাপগুলি থেকেই শুধুমাত্র ডিজিটাল ঋণ নেওয়া যাবে। অন্যথায় সাইবার অপরাধের স্বীকার হতে পারেন আবেদনকারী।
আরবিআই জানিয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি নিয়মিত আপডেট করা হবে। ফলে সেখান থেকে ডিজিটাল ঋণ প্রদানকারী নতুন নতুন অ্যাপের হদিসও পাবেন আবেদনকারীরা। তবে কোনও অ্যাপ অবৈধ হলে বা রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশ না মেনে ডিজিটাল ঋণের ব্যবসা করলে, সঙ্গে সঙ্গে তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সংশ্লিষ্ট অ্যাপগুলি কোনও না কোনও ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কর্পোরেশন বা এনইএফসির সঙ্গে যুক্ত থাকবে।