নীরবের বোনের নামেও রেড কর্নার

পূরবী বেলজিয়ামের নাগরিক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আর্জির ভিত্তিতে ইন্টারপোলের এই পদক্ষেপ।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৬
Share:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কাণ্ডে পলাতক অভিযুক্ত নীরব মোদীর বোন পূরবী মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। পূরবী বেলজিয়ামের নাগরিক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আর্জির ভিত্তিতে ইন্টারপোলের এই পদক্ষেপ। উল্লেখ্য, নীরবের ভাই নিশল এবং তাঁর আমেরিকার সংস্থা ফায়ারস্টার ইন্ডিয়ার কর্তা মিহির ভংশালীর বিরুদ্ধে সম্প্রতি রেড কর্নার নোটিস জারি হয়েছে। খোদ নীরবের বিরুদ্ধে ওই নোটিস জারি হয়েছিল আগেই।
ইডি ও সিবিআইয়ের দাবি, পিএনবির তহবিল তছরুপের ঘটনায় পূরবীর সক্রিয় ভূমিকা রয়েছে। পূরবী ও তাঁর বিভিন্ন ভুয়ো সংস্থার নামে একাধিক দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেগুলির মাধ্যমেই নীরবের আমেরিকার সংস্থা ফায়ারস্টার ইন্ডিয়ায় টাকা ঢালা হয়।
এ দিকে, মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ফের ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছে ইডি। পাশাপাশি, নীরবের ভাই নীশলের প্রত্যর্পণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে সিবিআই। কেন্দ্র সেই আর্জি বেলজিয়াম সরকারের কাছে পাঠাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement