নথিভুক্তি বাতিল ভুয়োদের

কর ফাঁকি দিতে তৈরি হওয়া আরও ৫৫,০০০ ভুয়ো সংস্থার নথিভুক্তি বাতিল করল কেন্দ্র। ইতিমধ্যেই কিছু সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫১
Share:

কর ফাঁকি দিতে তৈরি হওয়া আরও ৫৫,০০০ ভুয়ো সংস্থার নথিভুক্তি বাতিল করল কেন্দ্র। ইতিমধ্যেই কিছু সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। কারও কারও বিরুদ্ধে তদন্ত চলছে বলেও শুক্রবার জানিয়েছে তারা। এর আগে প্রথম দফায় ২.২৬ লক্ষ সংস্থার নথিভুক্তি বাতিল করা হয়। দু’বছর বা তার বেশি সময় ধরে হিসেব বা বার্ষিক রিটার্ন জমা দেয়নি ওই সংস্থাগুলি।

Advertisement

এ দিন কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী পি পি চৌধুরী বলেন, নিজেদের বাণিজ্যিক সংস্থা হিসেবে দেখিয়ে কেউ বেআইনি লেনদেন চালালে কেন্দ্র মেনে নেবে না। ইতিমধ্যেই এসএফআইও এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনে ব্যবস্থা নেবে তারা।

ফরেন্সিক তদন্ত: আধুনিক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ফরেন্সিক অডিটের নির্দেশ দিল সেবি। নিয়ন্ত্রকের দাবি, সংস্থার খাতা ব্যবহার করে হিসেবে গরমিলের অভিযোগেই স্টক এক্সচেঞ্জগুলিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ডিরেক্টরদের শেয়ার লেনদেনেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement