ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করল রিলায়্যান্স

সারা বিশ্বে কয়লা ব্যবহারকারী দেশগুলির মধ্যে প্রথম দিকেই রয়েছে ভারত। পরিবেশ রক্ষার কারণে আগামী দিনে কয়লার উপরে নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০৬:১০
Share:

বিশ্বের প্রথম সারির ২০টি সংস্থার মধ্যে জায়গা করে নেওয়ার লক্ষ্য স্থির করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। আর সেখানে পৌঁছতে তারা হাতিয়ার করতে চায় অপ্রচলিত ও দূষণহীন জ্বালানি, কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং ব্লকচেনের মতো প্রযুক্তিকে। সম্প্রতি গোষ্ঠীর সূচনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় এ কথা জানান কর্ণধার মুকেশ অম্বানী।

Advertisement

সারা বিশ্বে কয়লা ব্যবহারকারী দেশগুলির মধ্যে প্রথম দিকেই রয়েছে ভারত। পরিবেশ রক্ষার কারণে আগামী দিনে কয়লার উপরে নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই তারা জোর দেওয়ার কথা জানিয়েছে অপ্রচলিত ও দূষণহীন জ্বালানিতে। সেই প্রসঙ্গেই অম্বানী বলেন, বিশ্বে এখন সব দেশই জোর দিচ্ছে বিকল্প বিদ্যুতের উপরে। ভবিষ্যতে রিলায়্যান্সও এই দুই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে চায়। সে জন্য পরবর্তী প্রজন্মের উপরে আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

অন্য দিকে, জিও-র হাত ধরে প্রযুক্তি উদ্ভাবনে জোর দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুকেশ। জানিয়েছেন, এর মাধ্যমে বাণিজ্য, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো ক্ষেত্রে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement