৪ হাজারের কমে ৪জি স্মার্ট ফোন আনছে রিলায়েন্স

স্মার্ট হতে চলেছে স্মার্ট ফোন। চলতি বছরের শেষ দিকেই হাতে আসতে চসেছে সাশ্রয়কারী স্মার্ট ফোন। দাক্ষিণ্য মুকেশ অম্বানি পরিচালিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কারণ আগামী ডিসেম্বরেই চার হাজার টাকার কমে ৪জি পরিষেবা যুক্ত স্মার্ট ফোন বাজারে আনতে চলেছে মুকেশ অম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১৪:৩৮
Share:

স্মার্ট হতে চলেছে স্মার্ট ফোন। চলতি বছরের শেষ দিকেই হাতে আসতে চসেছে সাশ্রয়কারী স্মার্ট ফোন। দাক্ষিণ্য মুকেশ অম্বানি পরিচালিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কারণ আগামী ডিসেম্বরেই চার হাজার টাকার কমে ৪জি পরিষেবা যুক্ত স্মার্ট ফোন বাজারে আনতে চলেছে মুকেশ অম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। সেই সঙ্গে বহু আলোচিত ৪জি পরিষেবাও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে তারা। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি। এর ফলে কম খরচে হাইস্পিড ব্রডব্যান্ড পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব বলে আশা তাঁর। ৭০ হাজার কোটি টাকার এই সংস্থার পরিকল্পনা আগামী ডিসেম্বরের মধ্যে ভারতে ৮০ শতাংশ মোবাইল ব্যবহারকারীকে তাঁদের টেলিকম পরিষেবার আওতার মধ্যে আনা। সেই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে ভারতের প্রতিটি প্রান্তে মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে তাঁর সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement