চার হাজারে ফোর-জি ফোন আনার দাবি মুকেশের

চলতি বছরের মধ্যেই সারা দেশে ফোর-জি মোবাইল পরিষেবা চালু করবে রিলায়্যান্স জিও ইনফোকম। শুক্রবার বার্ষিক সাধারণ সভার মঞ্চে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানীর ঘোষণা, তাঁদের পরিষেবা চালু হলে ৪,০০০ টাকার মধ্যে ফোর-জি স্মার্ট ফোন হাতে পাবেন গ্রাহক। মাসে খরচ পড়বে ৩০০-৫০০ টাকা। তাঁর কথায়, ‘‘১০-১৫ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট যে প্রযুক্তি ব্যবহার করতেন, এই খরচে তার সুবিধা পাবেন দেশের প্রত্যন্ত প্রান্তের মানুষও।’’ উৎসবের মরসুমে কলকাতা-সহ দেশের কয়েকটি বড় শহরে এই পরিষেবা চালুর কথা আগেই সংস্থা সূত্রে জানা গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০২:২৯
Share:

মুকেশ ও নীতা অম্বানী। ছবি: রয়টার্স।

চলতি বছরের মধ্যেই সারা দেশে ফোর-জি মোবাইল পরিষেবা চালু করবে রিলায়্যান্স জিও ইনফোকম। শুক্রবার বার্ষিক সাধারণ সভার মঞ্চে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানীর ঘোষণা, তাঁদের পরিষেবা চালু হলে ৪,০০০ টাকার মধ্যে ফোর-জি স্মার্ট ফোন হাতে পাবেন গ্রাহক। মাসে খরচ পড়বে ৩০০-৫০০ টাকা। তাঁর কথায়, ‘‘১০-১৫ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট যে প্রযুক্তি ব্যবহার করতেন, এই খরচে তার সুবিধা পাবেন দেশের প্রত্যন্ত প্রান্তের মানুষও।’’ উৎসবের মরসুমে কলকাতা-সহ দেশের কয়েকটি বড় শহরে এই পরিষেবা চালুর কথা আগেই সংস্থা সূত্রে জানা গিয়েছিল।

Advertisement

২০১০ সালে ইনফোটেল ব্রডব্যান্ডকে কিনে টেলিকম ব্যবসায় ফের পা রাখলেও, এখনও পরিষেবা শুরু করেননি মুকেশ। কিন্তু গত ৫ বছরে পরিকাঠামো গড়তে বিপুল লগ্নি করেছেন তাঁরা। ফলে তার পর এ দিন মুকেশের এই ঘোষণা দেখে অনেকেই মনে করছেন, রিলায়্যান্স জিও এলে আগামী দিনে টেলিকম ক্ষেত্রে বহু সমীকরণ বদলে যেতে পারে। এ ছাড়া, পেট্রোল পাম্প খোলা, ই-কমার্স ইত্যাদিতে জোর দিয়েছেন মুকেশ। শেয়ারহোল্ডারদের একাংশ অবশ্য ক্ষুব্ধ দীর্ঘ দিন ডিভিডেন্ড বা বোনাস শেয়ার না-পাওয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন