পেমেন্ট ব্যাঙ্ক তৈরিতে চুক্তি রিলায়্যান্স, স্টেট ব্যাঙ্কের

পেমেন্টস ব্যাঙ্ক তৈরির জন্য চূড়ান্ত অংশীদারি চুক্তি সই করল মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:৩০
Share:

পেমেন্টস ব্যাঙ্ক তৈরির জন্য চূড়ান্ত অংশীদারি চুক্তি সই করল মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। চুক্তি অনুসারে, প্রোমোটার হিসেবে আরআইএলের হাতে থাকবে পেমেন্টস ব্যাঙ্কটির ৭০% মালিকানা। বাকিটা স্টেট ব্যাঙ্কের। গত বছর সেপ্টেম্বরেই যৌথ ভাবে এই ব্যাঙ্ক তৈরির জন্য রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন পেয়েছিল তারা। এর পরে ফেব্রুয়ারিতে মউ সই করে আরআইএল এবং এসবিআই।

Advertisement

এ দিকে, দেশে স্মল ফিনান্স ব্যাঙ্ক তৈরির জন্য শীর্ষ ব্যাঙ্কের চূড়ান্ত সায় পেয়েছে তামিলনাড়ুর সংস্থা ইকুইটাস হোল্ডিংস। যার নাম হবে ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক। বিভিন্ন নিয়ন্ত্রকের কাছ থেকে সায় পাওয়ার পরে আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবা চালু করা হবে আশা প্রকাশ করেছে সংস্থাটি। প্রাথমিক ভাবে শাখার সংখ্যা হবে ৪০০টি, যা সারা বছর ধরে খোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement