ঋণ খেলাপ নিয়ে শঙ্কিত রিজার্ভ ব্যাঙ্ক

যেটা ঘোর বাস্তব, তাতে আশঙ্কার ভাগই বেশি। আর আশার আলো যেটুকু, তা মূলত অনিশ্চিত ভবিষ্যতে ভর করে! অর্থনীতি সম্পর্কে এই ছবিই ফুটে উঠল রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে।চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষে দেশে ব্যাঙ্কিং পরিষেবার প্রসার এবং আর্থিক স্থিতিশীলতা সম্পর্কে বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করেছে শীর্ষ ব্যাঙ্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:৩০
Share:

যেটা ঘোর বাস্তব, তাতে আশঙ্কার ভাগই বেশি। আর আশার আলো যেটুকু, তা মূলত অনিশ্চিত ভবিষ্যতে ভর করে! অর্থনীতি সম্পর্কে এই ছবিই ফুটে উঠল রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে।

Advertisement

চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষে দেশে ব্যাঙ্কিং পরিষেবার প্রসার এবং আর্থিক স্থিতিশীলতা সম্পর্কে বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে (বিশেষত রাষ্ট্রায়ত্ত) ঋণ খেলাপের বাড়-বাড়ন্ত নিয়ে উদ্বেগ স্পষ্ট ফুটে উঠেছে সেখানে। দেখা যাচ্ছে, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বরে ব্যাঙ্কগুলিতে মোট ঋণের সাপেক্ষে অনুৎপাদক সম্পদের অনুপাত ৭.৮% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯.১%। আর আদায় হওয়ার সম্ভাবনা কম, এমন ঋণও ওই সময়ে ১১.৫% থেকে বেড়ে হয়েছে ১২.৩%। এই মুহূর্তে অর্থনীতির যা পরিস্থিতি, তাতে আগামী দিনে এই দুই পরিসংখ্যান আরও খারাপ হতে পারে বলে রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা।

শীর্ষ ব্যাঙ্কের মতে, দেশের অর্থনীতির ভিত মজবুত। কিন্তু ঋণের চাহিদা এখনও মাথা তোলেনি। বিশেষজ্ঞদের মতে যার অন্যতম কারণ ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে কেন্দ্রের ঢক্কানিনাদ সত্ত্বেও বেসরকারি লগ্নি সে ভাবে না-বাড়া। তার উপর, ব্রেক্সিট, ফেড রিজার্ভের সুদ বৃদ্ধির আঁচও এ দেশের অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। অর্থাৎ, এই মুহূর্তে দেশ-বিদেশের অর্থনীতিতে যেটুকু নিখাদ বাস্তব, তাতে আশঙ্কার ছবিই চোদ্দো আনা।

Advertisement

এই পরিস্থিতিতে শীর্ষ ব্যাঙ্কের আশা, পণ্য-পরিষেবা কর (জিএসটি) এক বার চালু হলে, ছবি পাল্টে যাবে অর্থনীতির। স্বল্প মেয়াদে আমজনতার কষ্ট হলেও, আখেরে সোনা ফলবে নোট বাতিলের জেরে ডিজিটাল লেনদেনে গতি আসার হাত ধরে।

কিন্তু সমস্যা হল, কেন্দ্র-রাজ্যের নিয়ন্ত্রণের মতো বিষয়ে মতৈক্য না হওয়ায়, জিএসটি এখনও বিশ বাঁও জলে। আর ইন্টারনেট, সাইবার সুরক্ষায় দেশে এই মুহূর্তে যা পরিকাঠামো, তাতে ডিজিটাল লেনদেন কত দ্রুত বাড়ি-বাড়ি ঢুকে পড়বে (বিশেষত গ্রামে), সে বিষয়েও প্রশ্ন আছে বিস্তর। তাই ভবিষ্যৎ ঘিরে এই দুই আশা ঋণ খেলাপ নিয়ে আশঙ্কার ক্ষতে কতটা মলম লাগাতে পারবে, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

আশা

• অর্থনীতির ভিত পোক্ত। বৃদ্ধির নিরিখে উন্নয়নশীল দেশগুলির মধ্যে উজ্জ্বল বিন্দু

•জিএসটি এবং নোট বাতিলের হাত ধরে চেহারা বদলে যেতে পারে দেশের অর্থনীতির

• তা আরও মজবুত হতে পারে কর ও আইনি ব্যবস্থার সংস্কারে

আশঙ্কা

• ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ মার্চের ৭.৮% থেকে সেপ্টেম্বরে বেড়ে ৯.১%। আগামী দিনে তা আরও বাড়ার সম্ভাবনা
• ব্রেক্সিট* ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের জেরে বিশ্ব বাজারে অনিশ্চয়তা

• ভারতের সমস্যা বাড়াতে পারে ফেডারেল রিজার্ভের** সুদ বাড়ানো

* ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত | ** মার্কিন শীর্ষ ব্যাঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন