Indian Economy Growth

ট্রাম্পের শুল্কের ধাক্কায় আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করল রিজ়ার্ভ ব্যাঙ্ক

চলতি অর্থবর্ষে কৃষি ফলন থেকে কল-কারখানায় উৎপাদন— দেশের বেশির ভাগ ক্ষেত্রেই চাঙ্গা হওয়ার লক্ষণ স্পষ্ট বলে আশ্বাস দেন সঞ্জয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৯:১০
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। —ফাইল চিত্র।

ট্রাম্প-শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয়
মলহোত্র। বুধবার ঋণনীতি ঘোষণার সময় তাঁর বার্তা, রফতানি ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার বসানো শুল্কের জেরে বিশ্ব
বাণিজ্য ও নীতি চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়েছে। ঝুঁকি মাথা তুলেছে আর্থিক বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধিকে ঘিরে। আর এই সব কিছু মাথায় রেখেই কমানো হয়েছে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। বলা হয়েছিল তা ৬.৭% হতে পারে। এ দিন অনুমান নামানো হয়েছে ৬.৫ শতাংশে।

চলতি অর্থবর্ষে কৃষি ফলন থেকে কল-কারখানায় উৎপাদন— দেশের বেশির ভাগ ক্ষেত্রেই চাঙ্গা হওয়ার লক্ষণ স্পষ্ট বলে আশ্বাস দেন সঞ্জয়। দাবি করেন, লগ্নি বৃদ্ধির পাশাপাশি মজবুত হতে দেখা গিয়েছে ব্যাঙ্ক ও কর্পোরেটের হিসাবের খাতাকেও। তবে শেষে আটকে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা আমদানি শুল্কে এসে। ভারতের ক্ষেত্রে যার হার ২৬%। চালু হয়েছে বুধবার থেকেই।

গভর্নরের মতে, আন্তর্জাতিক দুনিয়ায় সাম্প্রতিক অস্থিরতার আবহে অনিশ্চয়তা তুঙ্গে। যা পণ্যের রফতানি বাণিজ্যে ঘা দেবে। বাণিজ্যে বিপর্যয়ের ঝাপটাই অর্থনীতির পথে বাধা তৈরির করার ঝুঁকি বহাল রাখছে। যে কারণে চলতি আর্থিক বছরের (২০২৫-২৬) প্রতিটি ত্রৈমাসিকের বৃদ্ধির পূর্বাভাসও সংশোধন করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) তা ৬.৫%, দ্বিতীয়টিতে (জুলাই-সেপ্টেম্বর) ৬.৭%। তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) এবং চতুর্থ ত্রৈমাসিকে (আগামী জানুয়ারি-মার্চ) যথাক্রমে ৬.৬ এবং ৬.৩ শতাংশ। ফেব্রুয়ারির ঋণনীতিতে করা পূর্বাভাসের থেকে ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে গোটা অর্থবর্ষের অনুমানও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন