আরও কমলো খুচরো মূল্যবৃদ্ধি। সেপ্টেম্বরে তা হল ৪.৩১%। গত ১৩ মাসে সবচেয়ে কম। মূলত সব্জি, ডাল, ডিমের দাম কমাই যার কারণ। অগস্টে এই হার ছিল ৫.০৫%। ক’দিন আগেই অগস্টের শিল্পোপাদন সরাসরি ০.৭% কমার হিসেব বেরিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বার মূল্যবৃদ্ধি কমায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে আগামী ঋণনীতিতে ফের সুদ কমানোর দাবি জোরালো হল।