এনপিএ-র একই মাপকাঠির প্রস্তাব আন্তর্জাতিক স্তরে

বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ ব্যাঙ্কগুলির সংগঠন দ্য ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেট্‌লমেন্টস বা বিআইএস এ বার দুনিয়া জুড়ে অনুৎপাদক সম্পদের অভিন্ন মাপকাঠি বেঁধে দেওয়ার প্রস্তাব এনেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৩:৩৯
Share:

বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ ব্যাঙ্কগুলির সংগঠন দ্য ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেট্‌লমেন্টস বা বিআইএস এ বার দুনিয়া জুড়ে অনুৎপাদক সম্পদের অভিন্ন মাপকাঠি বেঁধে দেওয়ার প্রস্তাব এনেছে। ভারতের বিভিন্ন ব্যাঙ্ক যখন অনুৎপাদক সম্পদ বা এনপিএ-র বোঝায় নাজেহাল, তখন এ ধরনের সংজ্ঞা ঠিক করে দেওয়াটা অত্যন্ত যুক্তিযুক্ত হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিজয় মাল্যের মতো ইচ্ছাকৃত ভাবে ঋণখেলাপিদের কাছ থেকে বিপুল পরিমাণ বকেয়া উদ্ধারেও ওই ধরনের সংজ্ঞা কাজে লাগবে বলে মনে করছে তারা।

Advertisement

প্রসঙ্গত, সুইৎজারল্যান্ড ভিত্তিক বিআইএসের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। ২০১৫ সালে তিন বছরের জন্য তিনি এই দায়িত্বে এসেছেন। ৬০টি দেশের শীর্ষ ব্যাঙ্ক এই মুহূর্তে বিআইএসের সদস্য।

বিআইএস জানিয়েছে, এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরে অনাদায়ী ঋণের বিচার করার কোনও বাঁধাধরা মাপকাঠি নেই। ফলে এক একটি দেশে তা আলাদা। এ ধরনের ঋণের কোনগুলির ক্ষেত্রে শোধ করার তারিখের পরে ৯০ দিন পেরিয়ে গিয়েছে, কোনগুলির আর ফেরত আসার সম্ভাবনা নেই, তার ভিত্তিতেই অনুৎপাদক সম্পদ তকমা দেওয়ার পক্ষপাতী বিআইএস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন