গ্যালাক্সি নোট-৭ ব্যবহারে মানা

চার্জ দেওয়ার সময় ব্যাটারি ফেটে যাওয়ার অভিযোগ পাওয়ার পরে বিশ্বজুড়ে নতুন ‘গ্যালাক্সি নোট-৭’ স্মার্ট ফোন ফেরানোর কথা জানিয়েছিল স্যামসাং। শনিবার নিজেদের ওয়েবসাইটে দক্ষিণ কোরীয় সংস্থাটি তাদের দেশের ক্রেতাদেরও আপাতত ফোনটির ব্যবহার বন্ধের পরামর্শ দিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫০
Share:

চার্জ দেওয়ার সময় ব্যাটারি ফেটে যাওয়ার অভিযোগ পাওয়ার পরে বিশ্বজুড়ে নতুন ‘গ্যালাক্সি নোট-৭’ স্মার্ট ফোন ফেরানোর কথা জানিয়েছিল স্যামসাং। শনিবার নিজেদের ওয়েবসাইটে দক্ষিণ কোরীয় সংস্থাটি তাদের দেশের ক্রেতাদেরও আপাতত ফোনটির ব্যবহার বন্ধের পরামর্শ দিল।

Advertisement

পাশাপাশি, আবু ধাবির এতিহাদ এয়ারওয়েজ, অস্ট্রেলিয়ার কোয়ান্টাস, ভার্জিন অস্ট্রেলিয়ার পরে বিমানের মধ্যে সেটির ব্যবহার নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স ও মালয়শিয়ার এয়ার-এশিয়া বারহাদ। টাটাদের সঙ্গে ভারতে এয়ার-এশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিমান সংস্থা এয়ার-এশিয়া ইন্ডিয়াতেও বলবৎ হয়েছে একই নির্দেশ। ইতিমধ্যেই বিপদ এড়াতে ভারত, আমেরিকা ও জাপানের বিমান পরিবহণ কর্তৃপক্ষ বিমানের মধ্যে ফোনটি চালু না-করা বা চার্জ না-দেওয়ার আর্জি জানিয়েছে যাত্রীদের। এ বার দেশের সব সংস্থার বিমানে ওই ফোন ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরশাহিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement