তেলের বাজারে দখল বজায় রাখতে চায় সৌদি আরব

দুনিয়া জুড়ে অশোধিত তেলের বাজারে তার আধিপত্য বজায় রাখতে কৃতসংকল্প সৌদি আরব। দেশের নতুন শক্তিমন্ত্রী খলিদ-আল-ফালি রবিবার এই ইঙ্গিত দিয়ে জানান, তাঁদের পেট্রোলিয়াম নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:১৫
Share:

দুনিয়া জুড়ে অশোধিত তেলের বাজারে তার আধিপত্য বজায় রাখতে কৃতসংকল্প সৌদি আরব। দেশের নতুন শক্তিমন্ত্রী খলিদ-আল-ফালি রবিবার এই ইঙ্গিত দিয়ে জানান, তাঁদের পেট্রোলিয়াম নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে।

Advertisement

উল্লেখ্য, আর্থিক সংস্কারের লক্ষ্যে শনিবারই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক ঢেলে সেজেছেন সৌদি আরবের রাজা সলমন। তার আওতাতেই তেল মন্ত্রকে রদবদল আনা হয়েছে। যার নতুন নামকরণ হয়েছে শক্তি মন্ত্রক। দীর্ঘ দিন তেলমন্ত্রীর পদে বহাল থাকা আলি-আল-নইমি-র জায়গায় এসেছেন খলিদ। তিনি বলেন, ‘‘বিশ্ব বাজারে নিজেদের ভূমিকা বজায় রাখাই লক্ষ্য। অশোধিত তেলের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে চাই।’’ খলিদের এই মন্তব্যে বিশেষজ্ঞরা মনে করছেন, উৎপাদন ছাঁটাই করে তেলের দাম চড়ানোয় সাহায্য করার পথে হাঁটবে না সৌদি আরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement