SBI

ধাক্কা আমানতকারীদের, ফিক্সড ডিপোজিটে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

কোন মেয়াদে কত সুদ হতে চলেছে তার একটা বিস্তারিত তথ্য দেওয়া হল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৪:৪৭
Share:
০১ ১০

মধ্যবিত্তের জন্য ফের বড় ধাক্কা। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার ফিক্সড ডিপোজিটের (২ কোটি টাকা পর্যন্ত) সব রকম মেয়াদের জন্য নয়া সুদ ঘোষণা করল এসবিআই। কোন মেয়াদে কত সুদ হতে চলেছে তার একটা বিস্তারিত তথ্য দেওয়া হল।

০২ ১০

যেমন ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের সুদ এতদিন ছিল ৫.৭৫ শতাংশ। নয়া সুদ হার অনুসারে এ বার এতে সুদ মিলবে ৫.০০ শতাংশ।

Advertisement
০৩ ১০

৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত যেমন এতদিন ব্যাঙ্ক সুদ দিত ৬.২৫ শতাংশ হারে। সেই সুদের পরিমাণ এ বার কমে দাঁড়াবে ৫.৭৫ শতাংশ হারে।

০৪ ১০

১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত এতদিন যাঁরা ব্যাঙ্কে টাকা জমা রেখে ৬.৩৫ শতাংশ হারে সুদ পেতেন, তাঁদের সুদ ০.১০ শতাংশ কমে দাঁড়াবে ৬.২৫ শতাংশে।

০৫ ১০

এক বছর থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.২০ শতাংশ কমতে চলেছে। অর্থাৎ পরিবর্তিত সুদের হার দাঁড়াবে ৬.৮০ শতাংশ। এতদিন গ্রাহক ৭.০০ শতাংশ হারে সুদ পেতেন।

০৬ ১০

একই ভাবে ২ বছর থেকে সর্বাধিক ৩ বছর পর্যন্ত সুদের হার ৬.৭৫ থেকে কমে দাঁড়াল ৬.৭০ শতাংশ।

০৭ ১০

যাঁরা ৩ বছর থেকে সর্বাধিক ৫ বছর এসবিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে স্কিমে টাকা রাখেন, তাঁরা এবার থেকে ৬.৭০ শতাংশের পরিবর্তে ৬.৬০ শতাংশ হারে সুদ পাবেন।

০৮ ১০

আর সর্বাধিক সময় ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ নূন্যতম ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত যাঁরা টাকা জমা রেখেছেন ব্যাঙ্কে তাঁদের প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৬.৫০ শতাংশ। এতদিন এটাই ছিল ৬.৬০ শতাংশ।

০৯ ১০

এসবিআই সূত্রে খবর, আগামী মাসের ১ তারিখ থেকেই এই সংশোধিত সুদের হার চালু হবে।

১০ ১০

সম্প্রতি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছে এসবিআই। যাঁরা স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার কম রাখেন, গত ১ মে থেকে তাঁদের জন্য সুদের হার কমে গিয়ে হয় ৩.৫ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement