State Bank of India

অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা তুলে দিল স্টেট ব্যাঙ্ক

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার নিয়মটি গত মার্চ থেকেই সাময়িক ভাবে তুলে দিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১০:১২
Share:

—ফাইল চিত্র।

এখন থেকে স্টেট ব্যাঙ্কের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডারদের ব্যাঙ্কের এসএমএস পরিষেবা পাওয়ার জন্য কোনও চার্জ দিতে হবে না। পাশাপাশি ওই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার (অ্যাভারেজ মান্থলি ব্যালান্স) বাধ্যবাধকতাও গ্রাহকদের থাকছে না বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

তবে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার নিয়মটি গত মার্চ থেকেই সাময়িক ভাবে তুলে দিয়েছে তারা। করোনা-সঙ্কটে সাধারণ মানুষকে আর্থিক ভাবে সুরাহা দেওয়ার কারণেই এই পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ।

এ দিন ব্যাঙ্কের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ওই সুবিধাই এখন চালু থাকবে।

Advertisement

আরও পড়ুন: সিবিআই তদন্তের দাবি, বিধায়কের নামে নালিশ বিশ্বভারতীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন