দিল্লিতে প্রথম কোপ ১৫ বছরের পুরনো ডিজেল গাড়ির উপরেই

দিল্লির রাস্তায় ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি চালানো যাবে না বলে দু’দিন আগেই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০২:৫৫
Share:

দিল্লির রাস্তায় ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি চালানো যাবে না বলে দু’দিন আগেই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল)। সেই বিষয়টি স্পষ্ট করে এ দিন বিচারপতি স্বতন্তর কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, এই বাতিল-প্রক্রিয়া চলবে ধাপে ধাপে। রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের উদ্দেশ্যে তাদের নির্দেশ, শুরুতেই বাতিল করতে হবে ১৫ বছরের বেশি পুরনো, বিএস-১ ও বিএস-২ পর্যায়ের ডিজেল গাড়ি।

Advertisement

শুধু দিল্লি নয়, সারা দেশের স্বার্থে রাজধানী ও তার সংলগ্ন অঞ্চলের (এনসিআই) বাইরেও চালানোর ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) দেওয়া হবে না সেগুলিকে।

এর পরে আসবে ১৫ বছরের কম পুরনো গাড়ি বাতিলের পালা। সেগুলি দিল্লি-এনসিআরের বাইরে সেই সব অঞ্চলে এনওসি পেতে পারে, যেখানে গাড়ি চলাচলের ঘনত্ব কম। সে ক্ষেত্রে ভারী যান-সহ ট্রাকগুলিকে দিল্লি না-ঢুকে বিকল্প রুট ধরে যেতে হবে গন্তব্যে। যদিও তাদের ওই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বর্তাবে সংশ্লিষ্ট রাজ্যের উপরেই, জানিয়েছে বেঞ্চ। গাড়ির ঘনত্ব কম এবং বাতাসের দূষণে হার কম, এমন জায়গা চিহ্নিত করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে তারা।

Advertisement

সব নির্দেশ যাতে যথাযথ ভাবে কার্যকর হয়, প্রশাসনকে সে ব্যাপারে এ দিন সতর্কও করে দিয়েছে বেঞ্চ।

তবে আদালতের এই নির্দেশের ফলে দিল্লির রাস্তা থেকে অর্ধেক অ্যাম্বুলেন্সই তুলে নিতে হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement