প্রশ্ন করুন নিলেকানি বা ভগবানকেই: সেবি কর্তা

শুক্রবার সংস্থাটিতে হিসেবের গরমিল প্রসঙ্গে ওই মন্তব্য নিয়ে সংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে ত্যাগীর জবাব, ‘‘তা নিলেকানি বা ভগবানকেই জিজ্ঞাসা করতে হবে আপনাদের।’’ একই সঙ্গে ইনফোসিসের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা স্বীকার করেছেন সেবি কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০২:৪২
Share:

অজয় ত্যাগী।

ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানির দাবি ছিল, সংস্থার হিসেবের খাতা এতটাই পোক্ত যে ‘স্বয়ং ভগবানও’ তা বদলাতে পারবেন না। সেই মন্তব্য নিয়েই নিলেকানিকে কটাক্ষ করলেন সেবি কর্তা অজয় ত্যাগী। শুক্রবার সংস্থাটিতে হিসেবের গরমিল প্রসঙ্গে ওই মন্তব্য নিয়ে সংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে ত্যাগীর জবাব, ‘‘তা নিলেকানি বা ভগবানকেই জিজ্ঞাসা করতে হবে আপনাদের।’’ একই সঙ্গে ইনফোসিসের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা স্বীকার করেছেন সেবি কর্তা।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি এক অজ্ঞাতনামা গোষ্ঠী সংস্থার হিসেবে গরমিল করা হচ্ছে বলে অভিযোগ তোলে। আঙুল তোলা হয় সিইও সলিল পারেখ ও সিএফও নীলাঞ্জন রায়ের দিকে। তার পরেই বুধবার এই অভিযোগ প্রসঙ্গে ওই কথা বলেছিলেন নিলেকানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন