নোট কাণ্ডের জের কাটছে দু’চাকার গাড়ি বিক্রিতে

নোট বাতিলের জের কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশে দু’চাকার গাড়ি বিক্রি। উপদেষ্টা সংস্থা ইক্রার সমীক্ষায় প্রকাশ, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭-৮%।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:১৮
Share:

নোট বাতিলের জের কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশে দু’চাকার গাড়ি বিক্রি। উপদেষ্টা সংস্থা ইক্রার সমীক্ষায় প্রকাশ, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭-৮%।

Advertisement

গত অক্টোবর পর্যন্ত দু’চাকার বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। প্রতি মাসেই বৃদ্ধি ছাড়িয়েছে ১০ শতাংশ। সেখানেই বিক্রিতে রাশ টেনেছিল নোট বাতিল। যার জেরে নভেম্বর থেকে জানুয়ারিতে বিক্রি কমেছে ১১.৩%। পাশাপাশি, দেশ জুড়ে বিএস-ফোর দূষণ বিধি চালু হওয়ার জেরও পড়ে বিক্রির উপর। তবে শেষ পর্যন্ত তা ছন্দে ফেরারই ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে অর্থবর্ষের প্রথম ১০ মাসে বিক্রি বৃদ্ধি হয়েছে ৮.৩%। যা গত চার বছরের তুলনায় যথেষ্ট ভাল। কিন্তু নভেম্বরের আগের তুলনায় সেই পরিসংখ্যান খুব একটা নজরকাড়া নয় বলেই জানিয়েছে ইক্রা।

Advertisement

তবে তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে অনেকেই দ্বিচক্রযান কেনার পরিকল্পনা পিছিয়েছেন। সেই সব ক্রেতা বিপণিতে পা রাখলে আগামী অর্থবর্ষ এই শিল্পের পক্ষে ভাল হবে বলে মনে করছে তারা। তখন বৃদ্ধি দাঁড়াতে পারে ৮-১০%। এ ক্ষেত্রে বাইকের তুলনায় স্কুটার বেশি বিক্রি হবে বলেও তাদের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন