নোটের চোট

দু’চাকা, বাণিজ্যিক গাড়ির বিক্রি কমলো

নোট বাতিলের জেরে জোরালো ধাক্কা খেল গাড়ি শিল্প। নভেম্বরে গত বছরের তুলনায় সরাসরি বিক্রি কমেছে দু’চাকার এবং বাণিজ্যিক গাড়ির। সামান্য বেড়েছে যাত্রী গাড়ি বিক্রি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০৩:২৯
Share:

নোট বাতিলের জেরে জোরালো ধাক্কা খেল গাড়ি শিল্প। নভেম্বরে গত বছরের তুলনায় সরাসরি বিক্রি কমেছে দু’চাকার এবং বাণিজ্যিক গাড়ির। সামান্য বেড়েছে যাত্রী গাড়ি বিক্রি।

Advertisement

বৃহস্পতিবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, নগদের অভাবে গ্রামাঞ্চলে চাহিদা কমার হাত ধরেই প্রায়় ৬% কমেছে দু’চাকার গাড়ি বিক্রি। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর বলেন, সাধারণ ভাবে ৮৫ শতাংশের বেশি গাড়িই ঋণ নিয়ে কেনা হয়। কিন্তু গ্রামের দিকে নগদে বাইক বা স্কুটার কেনার প্রবণতা বেশি। ফলে গত মাসে মানুষের হাতে নগদের জোগান কম থাকার প্রভাব পড়েছে বিক্রির উপর। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও দেখা গিয়েছে একই ছবি। গত মাসে এ ধরনের গাড়ির বিক্রি সরাসরি কমেছে ১১.৫৮%।

তবে এর মধ্যেও স্পোর্টস ইউটিলিটি ভেহিক্‌লের হাত ধরে গত মাসে ১.৮২% বিক্রি বেড়েছে যাত্রী গাড়ির। যদিও তা ফেব্রুয়ারির পরে সবচেয়ে কম। বিক্রির পুরো ছবিটা অবশ্য এখনও স্পষ্ট নয় বলে জানান মাথুর। তাঁর মতে, দু’চাকার গাড়ির উপর প্রভাব এখনই কিছুটা স্পষ্ট। কিন্তু যাত্রী গাড়ির ক্ষেত্রে নভেম্বরের বিক্রি দেখে নোট বাতিলের প্রভাব পুরোপুরি বোঝা যাবে না। কারণ, অক্টোবরে উৎসবের মরসুমে ভাল বিক্রির মুখ দেখে গাড়ি শিল্প। ফলে ডিলারদের ভাঁড়ারে আর গাড়ি ছিল না। শেষ পর্যন্ত ক্রেতারা গত মাসে গাড়ি কেনার জন্য কতটা পা বাড়িয়েছেন, তা বোঝা যাবে জানুয়ারিতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন