সুপ্রিম কোর্ট কাণ্ডে ধাক্কা, তবু নজির সূচকের

শুক্রবারও সপ্তাহের শেষ দিনে সেনসেক্স আগের দিনের থেকে ৮৮.৯০ পয়েন্ট বেড়ে ৩৪,৫৯২.৩৯ অঙ্কে শেষ হয়ে নতুন রেকর্ড গড়ল। নিফ্‌টি ৩০.০৫ পয়েন্ট বেড়ে থিতু হল ১০,৬৮১.২৫ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০২:৫৭
Share:

অব্যাহত সূচকের দৌড়। শুক্রবারও সপ্তাহের শেষ দিনে সেনসেক্স আগের দিনের থেকে ৮৮.৯০ পয়েন্ট বেড়ে ৩৪,৫৯২.৩৯ অঙ্কে শেষ হয়ে নতুন রেকর্ড গড়ল। নিফ্‌টি ৩০.০৫ পয়েন্ট বেড়ে থিতু হল ১০,৬৮১.২৫ অঙ্কে।

Advertisement

অথচ এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে চার জন বিচারপতি অভিযোগ জানিয়ে সাংবাদিক সম্মেলন করার পরে শেয়ার বাজার কিছুটা পড়ে গিয়েছিল। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘শীর্ষ আদালত এমন অনেক রায় দিয়েছে, যার প্রভাব পড়েছে অর্থনীতির উপর। বিবাদের জেরে বিচারপতিদের উপর মানুষের আস্থায় কোনও বিরূপ প্রভাব পড়ে কি না, বাজার তার দিকে নজর রাখছে।’’

বিশেষজ্ঞদের অনেকে আবার মনে করছেন, এ ধরনের ঘটনায় সাধারণত প্রশাসন ও বিচার ব্যবস্থায় দোলাচল তৈরি হয়। দানা বাঁধে অনিশ্চয়তা। তাঁদের মতে, সেটিই সম্ভবত এই ক্ষেত্রে টেনে নামিয়েছে শেয়ার বাজারকে। তবে প্রাথমিক ভাবে ধাক্কা খেলেও কিছুক্ষণের মধ্যেই সূচক এ দিন ফের পরে উপরের দিকে উঠতে থাকে। সারা দিনে সেনসেক্স ওঠানামা করেছে ৩০০ পয়েন্টের কাছাকাছি। এখন সুপ্রিম কোর্টে বিবাদের বিষয়টি কোন পথে গড়ায়, সে দিকে নজর থাকবে লগ্নিকারীদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন