অস্থির বাজারে সূচক পড়ল ১৪৪ পয়েন্ট

প্রাথমিক ধাক্কা কাটিয়ে দিনের শেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার তা থামল ২৬,১২১.৪০ অঙ্কে। শুক্রবারের তুলনায় যা ১৪৩.৮৪ পয়েন্ট কম। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে এ দিন স্টক এক্সচেঞ্জ খোলার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় সেনসেক্স পড়ে গিয়েছিল ৬০০ পয়েন্টেরও বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১৬:৪৯
Share:

প্রাথমিক ধাক্কা কাটিয়ে দিনের শেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার তা থামল ২৬,১২১.৪০ অঙ্কে। শুক্রবারের তুলনায় যা ১৪৩.৮৪ পয়েন্ট কম। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে এ দিন স্টক এক্সচেঞ্জ খোলার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় সেনসেক্স পড়ে গিয়েছিল ৬০০ পয়েন্টেরও বেশি। নেমে গিয়েছিল ২৫ হাজারের ঘরে (২৫,৬৫৬.৯০ পয়েন্ট)। অস্থির বাজারে পতনের মুখে পড়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও।

Advertisement

বিহার ভোটে বিজেপি-র হারের কারণে ধাক্কা খেতে পারে আর্থিক সংস্কারের গতি। মূলত এই আশঙ্কা থেকেই পতন হয়েছিল সূচকের। এতে ইন্ধন জুগিয়েছিল আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর নিয়ে আশঙ্কাও। শেষ পর্যন্ত অবশ্য ধনতেরসের দিনে নীচু বাজারে শেয়ার কিনতে লগ্নিকারীদের মধ্যে আগ্রহ দেখা দেয়। অন্য দিকে, সাধারণ ভাবে দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাগুলির খারাপ আর্থিক ফল প্রকাশের মধ্যেই এ দিন ভাল ফলাফল ঘোষণা করেছে কয়েকটি সংস্থায় যে কারণে বেড়েছে তাদের শেয়ার দর। এর জেরে দিনের শেষে কিছুটা হলেও ওঠে বাজার। আগামী কয়েক দিনও বাজারে অস্থিরতা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন