স্বাগত জানাল শেয়ার বাজার

এক লাফে ২৩৫.৯৮ পয়েন্ট। শুক্রবার এই উত্থান দিয়েই ভারত সম্পর্কে মুডিজের ক্রেডিট রেটিং বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাল শেয়ার সূচক সেনসেক্স। এবং দিনের শেষে তা দাঁড়াল ৩৩,৩৪২.৮০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০২:৫২
Share:

এক লাফে ২৩৫.৯৮ পয়েন্ট। শুক্রবার এই উত্থান দিয়েই ভারত সম্পর্কে মুডিজের ক্রেডিট রেটিং বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাল শেয়ার সূচক সেনসেক্স। এবং দিনের শেষে তা দাঁড়াল ৩৩,৩৪২.৮০ অঙ্কে। নিফ্‌টি ৬৮.৮৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ১০,২৮৩.৬০-তে। খুশির আতিশয্যে ডলারের সাপেক্ষে ৩১ পয়সা বেড়ে গিয়েছে টাকার দামও। ফলে এক ডলার হয়েছে ৬৫.০১ টাকা।

Advertisement

দীর্ঘ ১৩ বছর বাদে ভারতের রেটিং বাড়িয়েছে আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থাটি। দাবি করেছে, আর্থিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার সংস্কারের বাতাবরণ তৈরি করার সুবাদে চওড়া হয়েছে বৃদ্ধির পথ। ফলে বেড়েছে এ দেশের ঋণ শোধ করার ক্ষমতা। যে কারণে ক্রেডিট রেটিংয়ের তালিকায় এক ধাপ এগোনোর ক্ষমতা অর্জন করেছে দেশ। আর এতেই খুশি ভারতের শেয়ার বাজারে লগ্নিকারীরা।

বিশেষ করে যেখানে গত কয়েক দিন ধরে প্রকাশিত একের পরে এক পরিসংখ্যানে অর্থনীতির এগিয়ে যাওয়া নিয়ে তীব্র সন্দেহ ও আশঙ্কা দানা বাঁধছিল তাঁদের মনে। যে তালিকায় রয়েছে শিল্প বৃদ্ধির হার কমে যাওয়া থেকে শুরু করে খুচরো ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির মাথা তোলা, রফতানির সরাসরি কমে যাওয়া বা তিন বছরে বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ অঙ্কে পৌঁছনোর মতো বিষয়।

Advertisement

এই পরিস্থিতিতে আচমকা রেটিং বাড়া যেন উদ্বিগ্ন লগ্নিকারীদের কাছে একমুঠো স্বস্তির অক্সিজেন। ফলে এ দিন তারা শেয়ার কিনতে বাজারে নামেন। যার জেরে চাঙ্গা হয়ে ওঠে সূচক। সেনসেক্স এক সময়ে ৪১৪ পয়েন্ট বেড়ে যায়। নিফ্‌টি-ও উঠে যায় ১০,৩০০ অঙ্কে। পরে চড়া বাজারে মুনাফার টাকা তুলতে লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ায় কিছুটা নেমে আসে সূচক। তবে বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, মূল্যায়ন বাড়ার জেরে বাজার এখন কিছু দিন বুলদের দখলেই থাকবে।

অবশ্য একাংশের দাবি, এ ভাবে শেয়ারের দাম বাড়ার মধ্যে কৃত্রিমতা রয়েছে। কারণ সরকার মুখে অনেক কিছু বললেও, বাস্তবে তার সুফল এখনও তেমন দেখা যায়নি। উল্টে শিল্প বৃদ্ধি, রফতানি, মূল্যবৃদ্ধি, ঘাটতি-সহ অনেক কিছুই উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেশে বা বিশ্ব বাজারে তেমন কোনও আর্থিক বা রাজনৈতিক অঘটন ঘটলেই দ্রুত পড়ে যেতে পারে সূচক।

অনেকে যদিও বলছেন, মুডিজ ভারতের ঋণ শোধের ক্ষমতা বাড়ানোর ফলে এ দেশে বিদেশি বিনিয়োগের রাস্তা প্রশস্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। অন্তত বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি সেটাই মনে করছে। তার ইঙ্গিত এই দিন তাদের শেয়ার কেনার বহর বৃদ্ধি থেকেই পাওয়া গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তারা ১২০০ কোটি টাকার শেয়ার কেনে এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন