National News

সর্বকালীন রেকর্ড গড়ল শেয়ার সূচক

শেয়ার বাজার খোলার সময় মঙ্গলবার সেনসেক্স ছিল ৩৬,৮৫৯.৩৯ পয়েন্টে। পরে তা আরও চড়ে পৌঁছয় ৩৬,৯০২.৩৯ পয়েন্টে। নিফটিও পৌঁছয় ১১,১৪১.৪৫ তবে বেলা ১টা নাগাদ তা একটু নেমে দাঁড়ায় ৩৬,৭৫৬.৭৯ পয়েন্টে। নিফটিও পৌঁছে যায় ১১,১০১ পয়েন্টে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৪:৩৬
Share:

এ বছরে তিন বার নিজের সর্বকালীন রেকর্ড ভাঙল সেনসেক্স। নিফটিও। মঙ্গলবার ফের নতুন রেকর্ড গড়ল শেয়ার সূচক।

Advertisement

শেয়ার বাজার খোলার সময় মঙ্গলবার সেনসেক্স ছিল ৩৬,৮৫৯.৩৯ পয়েন্টে। পরে তা আরও চড়ে পৌঁছয় ৩৬,৯০২.৩৯ পয়েন্টে। নিফটিও পৌঁছয় ১১,১৪১.৪৫ তবে বেলা ১টা নাগাদ তা একটু নেমে দাঁড়ায় ৩৬,৭৫৬.৭৯ পয়েন্টে। নিফটিও পৌঁছে যায় ১১,১০১ পয়েন্টে।

এর আগে, গত ১২ জুলাই সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স। পৌঁছেছিল ৩৬,৬৯৯.৫৩ পয়েন্টে। নির্দিষ্ট কোনও দিনে যে কোনও সময়ের হিসেব ধরলে এই উচ্চতা সর্বকালীন রেকর্ড।

Advertisement

তারও আগে সেনসেক্স ও নিফটি সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল গত ২৯ জানুয়ারি। ওই দিন সেনসেক্স ছিল ৩৬,৪৪৩.৯৮ আর নিফটি ছিল ১১,১৭১.৫৫ পয়েন্টে।

আরও পড়ুন- বাজারের ভরসা দেশের ফান্ডই​

আরও পড়ুন- সর্বকালীন রেকর্ড সেনসেক্সের, দিনভর চাঙ্গা শেয়ারবাজার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement