ফের বাড়ছে শেয়ার বাজার

বাড়ছে শেয়ার বাজার। আগের দিন প্রায় ১৯০ পয়েন্ট বাড়ার পর বৃহস্পতিবারও সেনসেক্সের মুখ উপরের দিকেই রয়েছে। এই দিন বেলা ২.৪৫ নাগাদ সেনসেক্স আগের দিনের থেকেই ২৬০ পয়েন্টেরও বেশি উপরে ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৯
Share:

বাড়ছে শেয়ার বাজার। আগের দিন প্রায় ১৯০ পয়েন্ট বাড়ার পর বৃহস্পতিবারও সেনসেক্সের মুখ উপরের দিকেই রয়েছে। এই দিন বেলা ২.৪৫ নাগাদ সেনসেক্স আগের দিনের থেকেই ২৬০ পয়েন্টেরও বেশি উপরে ছিল।

Advertisement

এ দিকে সামান্য হলেও এই দিন টাকার দাম বাড়তির দিকেই রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তবে সোনা এবং রূপোর দামের গতি নীচের দিকে রয়েছে।

এই দিন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন শেয়ার বাজারও বেশ চাঙ্গা হয়ে উঠেছে।

Advertisement

পড়তি বাজারে শেয়ার কেনার জেরেই বাজার উঠছে বলে বাজার সূত্রের খবর। পাশাপাশি বিদেশের শেয়ার বাজারগুলির তেজী ভাবও ভারতের বাজারকে প্রভাবিত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অবশ্য বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি এখনও অব্যহত রয়েছে। তবে ভারতীয় আর্থিক সংস্থাগুলিকে এই দিনও ক্রেতার ভূমিকাতেই দেখা গিয়েছে।

আরও পড়ুন-ভাল শেয়ার, ফান্ড কিনুন বড় পতনে

তবে সূচক পর পর দুই দিন উঠলেও ভারতের শেয়ার বাজারের অবস্থার কোনও মোলিক পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে বাজার টবড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অবস্থার পরিবর্তনের আশায় শেয়ার বাজার মহলে সকলেই এখন তাকিয়ে আছেন কেন্দ্রীয় বাজেটের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement