টানা পড়ছে শেয়ার বাজার

পতন শুরু হয়েছিল শিল্প বৃদ্ধির হার কমা দিয়ে। তার পর চড়া মূল্যবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি বাড়ায় উদ্বেগে বাজার। যার জেরে গত তিন দিনে সেনসেক্স পড়েছে ৫৫৪.১২ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০২:৪৯
Share:

অর্থনীতি নিয়ে একের পর এক নেতিবাচক খবরে টানা পড়ে চলেছে শেয়ার বাজার। বুধবার সেনসেক্স পড়েছে ১৮১.৪৩ পয়েন্ট। নিফ্‌টি ৬৮.৫৫ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স দাঁড়ায় ৩২,৭৬০.৪৪ অঙ্কে। নিফ্‌টি ১০,১১৮.০৫ অঙ্কে।

Advertisement

পতন শুরু হয়েছিল শিল্প বৃদ্ধির হার কমা দিয়ে। তার পর চড়া মূল্যবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি বাড়ায় উদ্বেগে বাজার। যার জেরে গত তিন দিনে সেনসেক্স পড়েছে ৫৫৪.১২ পয়েন্ট।

অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স কমিউনিকেশন্সকে এনসিএলএটি-র নোটিস পাঠানো ও দ্বিতীয় ত্রৈমাসিকে তারা ২,৭০৯ কোটি টাকা লোকসান করায় এডিএজি গোষ্ঠীর প্রায় সব সংস্থার শেয়ার দরই পড়েছে।

Advertisement

ব্যাঙ্ক সংস্কার নিয়ে নির্দেশ: সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এক মাসের মধ্যে বাজার থেকে টাকা তোলা ও পরিচালন ব্যবস্থা আরও পাকাপোক্ত করার পরিকল্পনা পেশ করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল অর্থ মন্ত্রক। ভবিষ্যৎ পরিকল্পনা, পোর্টফোলিও, অনাদায়ী ঋণ, ঝুঁকিপূর্ণ সম্পদ ইত্যাদি খতিয়ে দেখতে হবে ব্যাঙ্কের পর্ষদকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন