Sensex

বাজার ফের ৬৭ হাজারের দরজায়

৭২৭.৭১ পয়েন্ট উঠে বুধবার সেনসেক্স আরও এক বার পৌঁছে গেল ৬৭ হাজারের মুখে। দৌড় শেষ করল ৬৬,৯০১.৯১ অঙ্কে। নিফ্‌টি-ও দু’মাস পরে আবার ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। তার উত্থান ২০৬.৯০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ০৭:৪৭
Share:

—প্রতীকী ছবি।

ফের লাফ শেয়ার বাজারের। ৭২৭.৭১ পয়েন্ট উঠে বুধবার সেনসেক্স আরও এক বার পৌঁছে গেল ৬৭ হাজারের মুখে। দৌড় শেষ করল ৬৬,৯০১.৯১ অঙ্কে। নিফ্‌টি-ও দু’মাস পরে আবার ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। তার উত্থান ২০৬.৯০।

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার কিনেছে। সেটাই উত্থানের প্রধান কারণ। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘আমেরিকায় মূল্যবৃদ্ধির হার কিছুটা মাথা নামিয়েছে। লগ্নিকারীদের আশা, সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ তো বাড়াবেই না। উল্টে কমাতে পারে। ফলে ভারত-সহ সম্ভাবনাময় দেশগুলিতে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলির লগ্নি ফের বাড়তে শুরু করেছে। তার উপর চিনের অর্থনীতি শ্লথ। আমেরিকা ততটা চাঙ্গা নয়। সাধারণ লগ্নিকারীরাও যে কারণে সম্ভাবনাময় দেশগুলির দিকেই নজর ঘোরাবে বলে মনে করছে বাজার। ফলে তা চাঙ্গা হচ্ছে।’’

আর এক বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, ‘‘কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিকাঠামো ক্ষেত্রে মূলধনী খরচ বহাল রাখবে তারা। ভারতে আর্থিক বৃদ্ধির হারও আরও মাথা তুলবে বলে মনে করা হচ্ছে। দেশীয় অর্থনীতির জমি আরও পোক্ত হওয়ার আশা জ্বালানি জোগাচ্ছে সূচককে।’’ আশিস জানান, আমেরিকার সরকারি পেনশন তহবিলগুলি ভারত-সহ সম্ভাবনাময় বাজারের গুরুত্ব বাড়িয়েছে। ফলে তাদের পুঁজিও আসবে বলে আশা লগ্নিকারীদের।

Advertisement

তবে বিশেষজ্ঞ-সহ সংশ্লিষ্ট সব মহলেরই সতর্কবার্তা, পাঁচ রাজ্যে ভোটের ফলের প্রভাব পড়বে শেয়ার বাজারে। পাশাপাশি বিশ্বের তেল উৎপাদক এবং রফতানিকারী দেশগুলির গোষ্ঠী ওপেক উৎপাদন আরও কমালেও নতুন করে আশঙ্কা মাথা তুলতে পারে। কারণ সে ক্ষেত্রে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়বে। যা মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলবে। তাই বাজার যথেষ্ট উঁচুতে থাকলেও, সামনে এই সব সমস্যা থাকায় এখনই স্থিতিশীলতা আসবে না বলে মনে করছেন সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন