উঠল সেনসেক্স, পড়ল টাকা

আগের দিন ১৭৫.৫১ পয়েন্ট পড়ার পর ফের ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বৃহস্পতিবার সেনসেক্স বাড়ল ১৯৩.২০ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক এসে থিতু হয় ২৫,৭৯০.২২ অঙ্কে। অন্য দিকে, এ দিন নিফ্‌টি ৫১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯০০.৪০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১২
Share:

আগের দিন ১৭৫.৫১ পয়েন্ট পড়ার পর ফের ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বৃহস্পতিবার সেনসেক্স বাড়ল ১৯৩.২০ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক এসে থিতু হয় ২৫,৭৯০.২২ অঙ্কে। অন্য দিকে, এ দিন নিফ্‌টি ৫১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯০০.৪০ অঙ্কে।

Advertisement

শেয়ার বাজার কিছুটা বাড়লেও বৃহস্পতিবার পড়েছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকার দাম ৬ পয়সা কমে যাওয়ার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময় প্রতি ডলারের দাম ছিল ৬৬.৬২ টাকা। গত বুধবার ভারতের বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৩৬২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। শেয়ার বাজার সূত্রের খবর, তারই একটা বড় অংশ তারা ডলারে পরিণত করে নিয়ে যাওয়ার ফলে মার্কিন মুদ্রার চাহিদা বেড়ে গিয়ে বৃদ্ধি পায় তার দাম।

এই দিন মূলত পড়তি বাজারে শেয়ার কেনার জেরেই সূচক কিছুটা বেড়েছে বলে শেয়ার বাজার মহল সূত্রের খবর। সম্প্রতি সংসদে দেউলিয়া বিলটি পাশ হওয়ার ফলে বিশেষ করে ব্যাঙ্কের শেয়ারে লগ্নি বেড়েছে। কারণ শেয়ার বাজর মহলের ধারণা, এর ফলে আইনি ফাঁদে আটকে থাকা ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement