ঘুরে দাঁড়াল বাজার, রেকর্ড নিফ্‌টির

নিফ্‌টিও বেড়েছে ১১৬.১০ পয়েন্ট। নতুন রেকর্ড গড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকটি থেমেছে ১১,৩৬০.৮০ অঙ্কে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ০১:২৮
Share:

প্রতীকী ছবি।

ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্কে সুদ বাড়ানোর পর দু’দিন পড়েছে ব্যাঙ্ক, গাড়ি ও আবাসন সংস্থাগুলির শেয়ার দর। সেই সুযোগ কাজে লাগিয়ে শুক্রবার চুটিয়ে ওই সব সংস্থার শেয়ার কিনলেন লগ্নিকারীরা। মূলত জেরেই এ দিন সেনসেক্স বাড়ল ৩৯১ পয়েন্ট। দাঁড়াল ৩৭,৫৫৬.১৬ অঙ্কে। নিফ্‌টিও বেড়েছে ১১৬.১০ পয়েন্ট। নতুন রেকর্ড গড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকটি থেমেছে ১১,৩৬০.৮০ অঙ্কে।

Advertisement

বুধ ও বৃহস্পতিবার গত দু’দিনের লেনদেনে সেনসেক্স মোট পড়েছিল ৪৪১.৪২ অঙ্ক। শুক্রবার সেই হারানো জমির বেশিরভাগটাই ফিরে পেয়েছে বাজার।

তার উপরে বর্ষা ভাল হওয়ার পূর্বাভাস উত্থানে ইন্ধন জুগিয়েছে। কারণ তাতে গ্রামীণ অর্থনীতিতে প্রাণ ফেরার আশা। প্রভাব ছিল বিশ্ব বাজারে তেলের দাম কিছুটা নামাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন