শেয়ার বাজারে ধস, পড়ল টাকাও

ধস নামল শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে। সূচক নেমে এসেছে ২২ হাজারের ঘরে। প্রধাণত ব্যাঙ্কের শেয়ারের পতনই এই দিন শেয়ার বাজারে ধস টেনে এনেছে বলে শেয়ার বাজার সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৮
Share:

ধস নামল শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে। সূচক নেমে এসেছে ২২ হাজারের ঘরে। প্রধাণত ব্যাঙ্কের শেয়ারের পতনই এই দিন শেয়ার বাজারে ধস টেনে এনেছে বলে শেয়ার বাজার সূত্রের খবর।

Advertisement

শেয়ারের পাশাপাশি টাকার দমেও উল্লেখযোগ্য পতন হয়েছে। পড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও।

তৃতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মুনাফা আগের বারের থেকে কমেছে। কেবল স্টেট ব্যাঙ্কই নয়, টান পড়েছে আরও বেশ কিছু ব্যাঙ্কের মুনাফাতেও।

Advertisement

ব্যাঙ্কগুলিতে অনুৎপাদক সম্পদ বেড়ে যাওয়ার ফলে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিত নিয়ম মেনে অধিকাংশ ব্যাঙ্ককেই মোটা অঙ্কের আর্থিক সংস্থান করতে হয়েছে অনুৎপাদক সম্পদ খাতে। আর এর জন্যই কমেছে মুনাফা।

এই সবের প্রভাবে এই দিন দ্রুত পড়েছে ব্যাঙ্কের শেয়ার দর। পতনের হার গড়ে ৪ শতাংশের কাছাকাছি বলে বাজার সূত্রে জানা গিয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমে যাওয়ার বিরূপ প্রভাবও পড়েছে শেয়ার বাজারে। এ ছাড়া এই দিন ইউরোপের বাজার খোলার পর সেখানেও সূচকের মুখ ছিল নীচের দিকে। এর বিরূপ প্রভাবও ভারতের শেয়ার বাজারে পড়েছে মনে করছে বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement