Share Market

টানা ছ’দিনে উত্থান হাজার

সূচক থেমেছে ৩৯,৪৬৭.৩১ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০৬:০৬
Share:

ছবি: পিটিআই

অর্থনীতির সঙ্কটকে তোয়াক্কা না-করে ছুটছে শেয়ার বাজার। টানা ছ’দিন ধরে। সেনসেক্সের ঝুলিতে এক সপ্তাহে প্রায় হাজার পয়েন্ট উত্থান। তার ৩৫৩.৮৪ পয়েন্ট যোগ হয়েছে শুক্রবার। সূচক থেমেছে ৩৯,৪৬৭.৩১ অঙ্কে।

Advertisement

বিশেষজ্ঞেরা বলছেন, করোনার আবহে বেড়েছে অনিশ্চয়তা। কিন্তু বিনোদন, বেড়ানো, হোটেল-রেস্তরাঁয় খাওয়া, বিনোদনে খরচ কমায়, ঋণে মোরাটোরিয়ামে, বিমার প্রিমিয়াম, আয়কর জমা ইত্যাদি পিছোনোয় এক শ্রেণির হাতে জমেছে নগদ টাকা। তারই একাংশ লগ্নি হচ্ছে শেয়ারে। ব্যাঙ্কের সুদ তলানি ছোঁয়ায় বহু পেশাদার ও ব্যবসায়ী বাজারে পুঁজি ঢালছেন। বেড়েছে বিদেশি আর্থিক সংস্থার লগ্নিও। চলতি সপ্তাহে ভারতে তারা শেয়ার কিনেছে ৫৪৫০ কোটি টাকার। ফলে বাড়ছে সূচক।

এ দিন টাকার দামও বেড়েছে। এক ডলার ৪৩ পয়সা কমে হয়েছে ৭৩.৩৯ টাকা। ছ’মাসে যা সর্বনিম্ন। আর ২০ মাসে এত বাড়েনি টাকার দাম।

Advertisement

বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খান্ডেলওয়াল বলেন, “অনেকের হাতে নগদ বেড়েছে। কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক ও কিছু রাজ্য বিভইন্ন ভাবে নগদের জোগান বাড়ানোর চেষ্টা করছে। তার একাংশ বাজারে ঢুকছে। ফলে চড়ছে সূচক।’’ তবে তাঁর দাবি, বাজার যেহেতু অর্থনীতির মৌলিক উপাদানগুলির জোরে বাড়েনি, তাই পতনের জন্যও তৈরি থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন