Business News

বুথ ফেরত সমীক্ষার পরই চাঙ্গা শেয়ার বাজার

গুজরাত বিধানসভা নির্বাচনের উপর নজর রয়েছে শেয়ার বাজারের। তাই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ পেতেই শুক্রবার সকাল থেকে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১০:৫০
Share:

কে বাজিমাত করবে গুজরাত ও হিমাচল প্রদেশে? বিজেপি না কংগ্রেস?

Advertisement

নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষা কিন্তু দু’রাজ্যেই এগিয়ে রেখেছে বিজেপিকে।

গুজরাত বিধানসভা নির্বাচনের উপর নজর রয়েছে শেয়ার বাজারের। তাই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ পেতেই শুক্রবার সকাল থেকে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে।

Advertisement

এ দিন বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি-র ভাল উত্থান হয়। ৩৩,৪৫৬.০২ অঙ্ক নিয়ে শুরু হয় সেনসেক্সের। অন্য দিকে, দিনের শুরুতে নিফটি-র অঙ্ক ছিল ১০,৩৪৫.৬৫।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধিতে রেকর্ড, ‘দামি’ আর ‘সস্তা’ রাজ্যগুলো জেনে রাখুন

ফক্সের বিনোদন ডিজনির

বাজার খুলতে প্রথম ১৫ মিনিটের মধ্যেই সেনসেক্স উত্থান হয় ৩০০ পয়েন্ট, নিফটির ৯০.৬৫।

শেয়ার সূচক ওঠার পাশাপাশি ডলার প্রতি টাকার দামও বেড়েছে এ দিন। বৃহস্পতিবার দিনের শেষে টাকার দাম ৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছিল ৬৪.৩৪। সেখানে এ দিন বাজার শুরু হতেই ডলার প্রতি টাকার দাম ১৯ পয়সা বেড়ে দাঁড়ায় ৬৪.১৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement