Share Market

টালমাটাল অবস্থা সামলে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ৬৭ হাজার ছুঁল সেনসেক্স

দিনের শেষে ২০৫.২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৬,৭৯৫.১৪ পয়েন্টে থামল সেনসেক্স। ৩৭.৮০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯,৭৪৯.২৫ পয়েন্টে থামল নিফটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৬:০০
Share:

বম্বে স্টক এক্সচেঞ্জ —প্রতিনিধিত্বমূলক ছবি।

শুরুটা ভাল করলেও ছন্দ বজায় রাখতে পারল না শেয়ার বাজার। মঙ্গলবার সারা দিন ধরে চলল উত্থান-পতন। যদিও দিনের শেষে ২০৫.২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৬,৭৯৫.১৪ পয়েন্টে থামল সেনসেক্স। ৩৭.৮০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯,৭৪৯.২৫ পয়েন্টে থামল নিফটি। এ দিন বেলা ১১টা নাগাদ সেনসেক্স প্রথম বারের জন্য ৬৭ হাজারের মাইলফলক স্পর্শ করে। যদিও সেই উত্থান বজায় থাকেনি। মঙ্গলবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৭,০০৭.০২ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,৫৭৪.৪৭ পয়েন্ট।

Advertisement

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির মধ্যে এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে ভাল ফল করল আইটি এবং টেক সেক্টর। মঙ্গলবার বিএসইতে আইটি সেক্টরের বাজারদর বেড়েছে ১.১৫ শতাংশ। টেক সেক্টরের সম্পদ বেড়েছে ১.১৩ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-তেও এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আইটি সেক্টরের বাজারদর। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে মেটাল, রিয়্যালটি, টেলিকম। এনএসইতে এই তালিকায় রয়েছে মিডিয়া, সরকারি ব্যাঙ্ক, স্মলক্যাপ ১০০।

সংস্থাগুলির তালিকায় এ দিন সেনসেক্সে সর্বোচ্চ লাভ করেছে ইনফোসিস, এশিয়ান পেন্টস, এইচসিএল টেক। ক্ষতির তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক, টাইটান, বজাজ ফিন্যান্স। সর্বাধিক লাভ করা ইনফোসিসের বাজারদর সেনসেক্স এবং নিফটিতে বৃদ্ধি পেয়েছে ৩.৬৭ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে ক্ষতির তালিকায় সবার উপরে থাকা স্টেট ব্যাঙ্কের দাম কমেছে ১.৩৬ শতাংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন