Share markets

প্রতিষেধকের আশায় উত্থান বাজারের

শেয়ার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বাজারে গত কয়েক দিন ধরে বিপুল পরিমাণ লগ্নি করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০৬:২৯
Share:

ছবি পিটিআই।

অর্থনীতির অবস্থা সন্তোষজনক না-হলেও করোনার প্রতিষেধক আবিষ্কারে প্রাথমিক সাফল্যের খবরেই বিশ্ব জুড়ে চাঙ্গা হল শেয়ার বাজার। ভারতে সেনসেক্স মঙ্গলবার এক লাফে বেড়ে গিয়েছে ৫১১.৩৪ পয়েন্ট। নিফ্টির উত্থান হয়েছে ১৪০.০৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সেনসেক্স এবং নিফ্টি ছিল যথাক্রমে ৩৭,৯৩০.৩৩ ও ১১,১৬২.২৫ অঙ্কে। সেনসেক্সের অবস্থান গত চার মাসের মধ্যে সবচেয়ে উঁচুতে। এ দিন বেড়েছে টাকার দামও। বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম ১৭ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৪.৭৪ টাকা।

Advertisement

শেয়ার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বাজারে গত কয়েক দিন ধরে বিপুল পরিমাণ লগ্নি করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। গত তিন দিনের লেনদেনেই তারা ভারতের বাজারে নিট বিনিয়োগ করেছে ৪৭৬৭ কোটি টাকা। এ দিনই তাদের লগ্নির পরিমাণ ছিল ২২৬৫.৮৮ কোটি। সূচকের উত্থানে যা উল্লেখযোগ্য রসদ জুগিয়েছে। এ ছাড়া কোভিড সমস্যা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ প্রকল্প ঘোষণা এবং বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধিও শেয়ার বাজারকে চাঙ্গা হতে সাহায্য করেছে বলে মত তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন