Share Trading on Budget Day 2026

শুক্রে কেনা শেয়ার কি বিক্রি করা যাবে বাজেটের দিনে? রবিতে কেনা শেয়ার বেচার ক্ষেত্রে কি মানতে হবে বিশেষ নিয়ম?

রবিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার কারণে বাজার খোলা থাকলেও এটি ‘সেটেলমেন্ট হলিডে’ বলে চিহ্নিত। সে কারণে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হবেন লগ্নিকারীরা। তবে বিনিয়োগকারীরা শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৬:২৮
Share:

ছবি: সংগৃহীত।

রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশন উপলক্ষে খোলা থাকবে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য কাজের দিনের মতো কাজকর্ম স্বাভাবিক চলবে এ দিন। রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বাজেটের আগের ও বাজেটের সময়ে সূচকের ওঠাপড়াকে কাজে লাগিয়ে শেয়ার কেনাবেচা করতে চাইবেন বহু বিনিয়োগকারী। কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে ট্রেডিংয়ের কিছু নিয়ম রয়েছে।

Advertisement

শেয়ার বাজার সূত্রের খবর, রবিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার কারণে বাজার খোলা থাকলেও এটি ‘সেটেলমেন্ট হলিডে’ হওয়ার কারণে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হবেন লগ্নিকারীরা। ‘সেটেলমেন্ট হলিডে’ হল এমন একটি দিন, যে দিন স্টক মার্কেট কেনাবেচার জন্য খোলা থাকলেও, ট্রেড-পরবর্তী ধাপগুলি পরিচালনা করা সম্ভব হয় না। অর্থাৎ কেউ যদি ৩০ জানুয়ারি কেনা শেয়ার ১ ফেব্রুয়ারি বেচতে চান, তা হলে তা সম্ভব হবে না। আবার বিনিয়োগকারীরা যদি ১ ফেব্রুয়ারি শেয়ার কিনে ওই দিনই শেয়ার বেচতে চান, নিয়মের কারণে তা আটকে যাবে। কেউ চাইলে এক্সচেঞ্জে (এনএসই/বিএসই) যথারীতি শেয়ার কিনতে বা বেচতে পারেন, কিন্তু ব্যাঙ্ক, ক্লিয়ারিং কর্পোরেশন বা ডিপোজ়িটরি বন্ধ থাকায় অর্থ এবং শেয়ারের সঠিক স্থানান্তর সেই দিন ঘটবে না।

এনএসই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিনিয়োগকারীরা এই অধিবেশনে শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারবেন। কিন্তু ওই দিনে হওয়া লেনদেনের নিষ্পত্তি পরবর্তী কার্যদিবস অনুযায়ী হবে। এর অর্থ হল ১ ফেব্রুয়ারি কেনা শেয়ার ২ ফেব্রুয়ারি বিক্রি করা যাবে না।

Advertisement

আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেফরিসের আশা, নরেন্দ্র মোদী সরকার আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতের উপর জোর দিয়ে প্রায় ১ শতাংশ মূলধন ব্যয় বৃদ্ধি করবে। প্রতিরক্ষা মূলধন ব্যয়ের সম্ভাব্য ২০ শতাংশ বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা এবং তার সহযোগী সংস্থাগুলিকে চাঙ্গা করতে পারে বলে আশাবাদী সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement