ফের কর কমানোর দাবি গাড়ি শিল্পের

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা সোমবার বলেন, অগস্টে যাত্রী গাড়ি বিক্রি কমেছে প্রায় ৩০%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৩
Share:

প্রতীকী ছবি।

গাড়ি শিল্পকে অক্সিজেন জোগাতে সম্প্রতি একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার দিন দশেক পেরোতে না পেরোতেই জানা গেল অগস্টেও মার খেয়েছে বিক্রি। যাত্রিবাহী গাড়ি, দু’চাকা, তিন চাকা— সবই। আর তার পরেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিল্পের সংগঠন সিয়ামের দাবি, দ্রুত জিএসটি কমানো হোক গাড়িতে। চাহিদা বাড়াতে অবিলম্বে আনা হোক পুরনো গাড়ি বাতিলের নীতি।

Advertisement

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা সোমবার বলেন, অগস্টে যাত্রী গাড়ি বিক্রি কমেছে প্রায় ৩০%। আরও ধাক্কা খেয়েছে বাণিজ্যিক ও দু’চাকা। চাহিদা বাড়াতে ইতিমধ্যেই সংস্থাগুলি দামে ছাড়-সহ নানা সুবিধা দিচ্ছে। তবে রাজনের দাবি, তাঁরা যতটা সম্ভব করছেন। কিন্তু শিল্পের পক্ষে ছাড় দেওয়ার সীমা আছে। আর সেখানেই সরকারি হস্তক্ষেপ জরুরি। তাই জিএসটিতে ছাড় ও গাড়ি বাতিলের নীতি এনে চাহিদা বাড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা। উৎসবের মরসুমের আগে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হলে গাড়ি কেনার আগ্রহ বাড়বে বলেই মত তাঁর। নির্মলা অবশ্য আগেই বলেছেন, কর কমানো তাঁদের হাতে নেই। এই সিদ্ধান্ত নিতে পারে একমাত্র জিএসটি পরিষদ।

এ দিকে, ব্যবসা শ্লথ হওয়ায় মারুতি-সুজুকি গত মাসেও উৎপাদন কমিয়েছে ৩৩%। এ নিয়ে টানা সাত মাস তারা উৎপাদন ছাঁটাই করল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন