ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়ার এমডি-সিইও পদ থেকে সরে দাঁড়ালেন সিদ্ধার্থ রায় কপূর। সংস্থার দাবি, নিজের ব্যবসার কাজে মন দিতেই তাঁর এই সিদ্ধান্ত। নতুন এমডি হচ্ছেন মহেশ সামাত। যিনি চার বছর আগে ডিজনি ছেড়ে দিয়েছিলেন। আগামী ২৮ নভেম্বর সামাত দায়িত্ব নেবেন।