লোকসান ঝেড়ে ফেলে মুনাফার মুখ দেখতে চাপ বাড়াচ্ছেন লগ্নিকারীরা। সম্প্রতি হয়েছে কর্মী ছাঁটাই। বাজারে ঘুরছে সংস্থা বিক্রি হয়ে যাওয়া নিয়ে জল্পনা। আপাতত আর বেতন না-নেওয়ার কথাও ঘোষণা করেছেন দুই প্রতিষ্ঠাতা-কর্ণধার। এই অবস্থায় কর্মী ধরে রাখতে সরাসরি তাঁদের সঙ্গেই আলোচনায় বসল স্ন্যাপডিল। জানাল, আগামী দিনে লাভের মুখ দেখাকেই পাখির চোখ করে এগোতে চাইছে তারা। অর্থাৎ আশ্বাস, সংস্থার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কারণ নেই।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কর্মীদের নিয়ে বৈঠকে বসেছিলেন স্ন্যাপডিলের দুই প্রতিষ্ঠাতা কুণাল বহল ও রোহিত বনসল। সেখানেই সকলকে উদ্বুদ্ধ করতে বার্তা দিয়েছেন তাঁরা। কর্মীদের প্রশ্নের উত্তরে বলেছেন লাভ করার লক্ষ্যের কথাও। তবে এই বৈঠক নিয়ে মুখ খুলতে রাজি হয়নি সংস্থা।
উল্লেখ্য, দু’বছরের মধ্যে দেশের প্রথম লাভজনক ই-কমার্স সংস্থা হয়ে ওঠার লক্ষ্য ঘোষণা করেছে স্ন্যাপডিল। এই সময়ের মধ্যে বাজারে প্রথমবার শেয়ারও ছাড়তে চায় তারা। তা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।
তবে এর মধ্যেই প্রতিযোগী ফ্লিপকার্টের কাছে স্ন্যাপডিল বেচতে লগ্নিকারী সংস্থা সফটব্যাঙ্ক চাপ বাড়াচ্ছে বলে খবর সংশ্লিষ্ট মহলের। মঙ্গলবারই বসেছিল স্ন্যাপডিল পর্ষদের বৈঠক। সূত্রের খবর, সেখানে এ নিয়ে কথা হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেনি কোনও পক্ষই।