পেনশন প্রকল্পে আগ্রহ নিয়ে প্রশ্ন

শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ৬০ বছরের শেষে মাসে ৩,০০০ টাকা করে পেনশন মিলবে। যিনি প্রকল্পে নাম লেখাচ্ছেন, ৬০ বছরের পরে তাঁর মৃত্যু হলে স্বামী বা স্ত্রী পেনশন পাবেন। কিন্তু দু’জনেরই মৃত্যু হলে ছেলেমেয়েরা কিছুই পাবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৯
Share:

বয়স চল্লিশ বছর পার হলেই আর মোদী সরকারের নতুন পেনশন প্রকল্পে নাম লেখানো যাবে না। যিনি পেনশন প্রকল্পে নাম লিখিয়ে ষাট বছর পর্যন্ত মাসে টাকা জমা করবেন, তাঁর বা তাঁর স্ত্রীর মৃত্যু হলে আর কিছুই মিলবে না। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ঘোষণা করা মোদী সরকারের নতুন পেনশন প্রকল্পে রয়েছে এমনই শর্ত। ফলে প্রশ্ন উঠছে, যাঁদের মন পেতে ভোটের মুখে এই প্রকল্প, তাঁরা এতে টাকা রাখতে আগ্রহী হবেন তো?

Advertisement

শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ৬০ বছরের শেষে মাসে ৩,০০০ টাকা করে পেনশন মিলবে। যিনি প্রকল্পে নাম লেখাচ্ছেন, ৬০ বছরের পরে তাঁর মৃত্যু হলে স্বামী বা স্ত্রী পেনশন পাবেন। কিন্তু দু’জনেরই মৃত্যু হলে ছেলেমেয়েরা কিছুই পাবেন না।

কেন এই ব্যবস্থা? শ্রম মন্ত্রক সূত্রের বক্তব্য, এই পেনশন তহবিল পরিচালনা করবে জীবন বিমা নিগম। তাদের এখন যে সব পেনশন প্রকল্প রয়েছে, সেখানেই এই ব্যবস্থা আছে। কেউ যদি একটি প্রকল্পের সর্বাধিক পেনশন পেতে চান, তা হলে ‘ফ্যামিলি পেনশন’-ই মেলে। অর্থাৎ, স্বামী মারা গেলে স্ত্রী অথবা স্ত্রী মারা গেলে স্বামী পেনশন পান। কিন্তু দু’জনেই মারা গেলে, পেনশন তহবিলের বাকি টাকা ছেলেমেয়েদের ফেরানো হয় না। যদি তা ফেরাতে হয়, তা হলে মাসিক পেনশনের পরিমাণও কমে যাবে। শ্রম মন্ত্রকের কর্তাদের যুক্তি, সরকারি কর্মীদের পেনশনেও একই ব্যবস্থা।

Advertisement

শ্রমিক সংগঠন সিটুর সাধারণ সম্পাদক তপন সেনের প্রশ্ন, ‘‘সরকার কি আদৌ শ্রমিকদের উপকার করতে চায়? নাকি শুধুই ভোটের জন্য এ সব ঘোষণা? পেনশন তো পরে। প্রতি মাসে কি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পক্ষে এত বছর ধরে টাকা দিয়ে যাওয়া সম্ভব?’’

শ্রম মন্ত্রকের তথ্য বলছে, ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে প্রকল্পে নাম লেখালে পেনশন মিলবে। তপনবাবুর প্রশ্ন, ‘‘যাঁদের বয়স চল্লিশের বেশি, তাঁদের তা হলে কী হবে?’’ তা ছাড়া তাঁর অভিযোগ, অসংগঠিত ক্ষেত্রে সারা বছর তো দূরের কথা, অনেক সময়ে পুরো মাসই সমান ভাবে কাজ থাকে না। তা হলে কর্মীরা প্রতি মাসে নিয়ম করে টাকা মেটাবেন কী ভাবে?

সরকারের যুক্তি, টাকা বাকি পড়লে বকেয়া মিটিয়ে ফের প্রকল্প চালু করা যাবে। কিন্তু তার জন্য জরিমানাও গুনতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন