আকর্ষণীয় ফিচারসমেত লেনোভো আনছে মোটো জেড ৩ প্লে, কেমন হবে দেখে নিন

লেনোভো-র মোটোরোলা ব্র্যান্ডের বহু প্রতীক্ষিত স্মার্টফোন মোটো জেড ৩ প্লে। ফোনবাজারে গুঞ্জন চলছে আগামী ৬ জুন ফোনটি বাজারে আনতে চলেছে সংস্থা। কিন্তু সংস্থার তরফে সে বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। জানা যায়নি ফোনটি দেখতে কেমন হবে! বাজারে আসার আগেই ফোনটির স্পেসিফিকেশন লিক হয়ে গিয়েছে। আর তাতেই গ্রাহকদের মধ্যে ফোনটি নিয়ে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই ফোনের স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ১৫:০৮
Share:
০১ ০৮

লেনোভো-র মোটোরোলা ব্র্যান্ডের বহু প্রতীক্ষিত স্মার্টফোন মোটো জেড ৩ প্লে। ফোনবাজারে গুঞ্জন চলছে আগামী ৬ জুন ফোনটি বাজারে আনতে চলেছে সংস্থা। কিন্তু সংস্থার তরফে সে বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। জানা যায়নি ফোনটি দেখতে কেমন হবে!

০২ ০৮

২০১৭-তেই মোটো জেড সিরিজের একটি ফোন বাজারে এনেছিল। মোটো জেড ২ প্লে। সাড়ে ৫ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ফোনটি গ্রাহকদের কাছে ভালই সাড়া ফেলেছিল। সে দিকের কথা মাথায় রেখেই এ বার জেড ৩ প্লে মডেল আনছে লেনোভো। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ফোনটির দাম হতে পারে আনুমানিক ২৩ হাজার। ছবি: প্রতীকী

Advertisement
০৩ ০৮

ফোনটির ওজন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে ফোনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি। রয়েছে ডুয়াল ন্যানো সিমের সুবিধা। ছবি: প্রতীকী

০৪ ০৮

৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটেটিভ টাচস্ক্রিন, ১৬ এম কালার। ফোনের রেজোলিউশন ১০৮০X২১৬০ পিক্সেল। স্ক্রিন প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্রাস থ্রি। ছবি: প্রতীকী

০৫ ০৮

ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ ভার্সন (অরিও), অক্টা-কোর ১.৮ গিগাহার্ত্জ। ছবি: প্রতীকী

০৬ ০৮

ফোনের ইন্টারনাল মেমরির ক্ষেত্রেও দু’টি ধরন রাখা হয়েছে— ৬ জিবি র্যা ম, সঙ্গে এক্সপেন্ডবল মেমরি ৬৪ জিবি। ৪ জিবি র্যারম এবং এক্সপেন্ডবল মেমরি ৩২ জিবি। ছবি: প্রতীকী

০৭ ০৮

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই ফোনের ক্যামেরায় বেশ কিছু আকর্ষণীয় ফিচার এনেছে সংস্থাটি। ১২ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ফেস ডিটেকশন, লেসার অটোফোকাস। ছবি: প্রতীকী

০৮ ০৮

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ৩০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত এই ফোনের দু’টি রং বাজারে আনছে সংস্থাটি— সোনালী ও নীল। ছবি: প্রতীকী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement