spectrum

স্পেকট্রাম নিলাম নিয়ে বক্তব্য তলব

স্পেকট্রামের চড়া দামের জন্য আগের নিলাম সফল হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৩:৫৮
Share:

প্রতীকী ছবি।

আগামী ১ মার্চ স্পেকট্রাম নিলাম শুরু। তার আগে আজ সংস্থাগুলির সঙ্গে বৈঠক করল টেলিকম দফতর (ডট)। সরকারি সূত্রের খবর, বেশ কিছু তথ্য জানতে চেয়েছে বিভিন্ন সংস্থা। ডটের নির্দেশ, সংস্থার প্রশ্ন ও নিলামের নিয়মকানুন নিয়ে কোনও বক্তব্য থাকলে জানাতে হবে শুক্রবারের (১৫ জানুয়ারি) মধ্যে, লিখিত ভাবে।

Advertisement

বিভিন্ন ব্যান্ডের মোট ২২৫১.২৫ মেগাহার্ৎজ় নিলামের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত ন্যূনতম দর ৩.৯২ লক্ষ কোটি টাকা। ৫ ফেব্রুয়ারির মধ্যে সংস্থাগুলিকে নিলামে অংশ নেওয়ার আবেদনপত্র দিতে হবে। সূত্রের খবর, তার আগে আজকের বৈঠকে রিলায়্যান্স জিয়ো, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার প্রতিনিধিরা ছিলেন। সেখানেই তাঁরা জানতে চান, নিলামে অংশ নিতে আগাম অর্থ জমার অঙ্ক, ওই স্পেকট্রাম দিয়ে পরিষেবা চালুর সময়সীমা ইত্যাদি। যা লিখিত ভাবে জানতে চাইতে হবে বলে দিন বেঁধেছে ডট।

স্পেকট্রামের চড়া দামের জন্য আগের নিলাম সফল হয়নি। অধিকাংশ সংস্থার ঘাড়ে বিপুল আর্থিক বোঝা থাকায় এ বারও সংস্থাগুলি খরচে রাজি হবে কি না, সংশয়ী সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের একাংশের মতে, যাদের কিছু স্পেকট্রামের মেয়াদ এ বছরই শেষ হবে, তারা হয়তো নিলামে অংশ নেবে। ডেটা পরিষেবার জন্য ২৩০০ মেগাহার্ৎজ়ের স্পেকট্রামের পরিমাণ বাড়াতে পারে জিয়ো বা এয়ারটেল। তবে জিয়ো এ বছর ৫জি চালু না-করলে ৭০০ মেগাহার্ৎজ় ব্যান্ডের চাহিদা নিয়েও সংশয় থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement