yes bank

ইয়েস ব্যাঙ্কে পুঁজিতে সায় 

সম্প্রতি স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছিলেন, ইয়েস ব্যাঙ্কে ২৪৫০ কোটি টাকা ঢালবেন তাঁরা। হাতে নেবেন ২৪৫ কোটি শেয়ার। নিয়ে আসা হবে অন্যান্য লগ্নিকারীও। এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য তার চেয়ে অনেক বেশিই পুঁজি ঢালছে স্টেট ব্যাঙ্ক। 

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০৩:৪০
Share:

প্রতীকী ছবি

ইয়েস ব্যাঙ্কে ৭২৫০ কোটি টাকার পুঁজি ঢালতে চলেছে স্টেট ব্যাঙ্ক। বৃহস্পতিবার তারা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, বেসরকারি ব্যাঙ্কটির ১০ টাকা দামের ৭২৫ কোটি শেয়ার কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের এগ্‌জ়িকিউটিভ কমিটি। সর্বোচ্চ ৪৯% অংশীদারি হাতে নেবে তারা। আগামী তিন বছরে তা ২৬ শতাংশের নীচে নামানো যাবে না। এ বার অবশ্য বিভিন্ন নিয়ন্ত্রকের সম্মতির প্রয়োজন হবে। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এই পুঁজি ঢালার সিদ্ধান্ত দেশের বৃহত্তম ব্যাঙ্কের।

Advertisement

সম্প্রতি স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছিলেন, ইয়েস ব্যাঙ্কে ২৪৫০ কোটি টাকা ঢালবেন তাঁরা। হাতে নেবেন ২৪৫ কোটি শেয়ার। নিয়ে আসা হবে অন্যান্য লগ্নিকারীও। এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য তার চেয়ে অনেক বেশিই পুঁজি ঢালছে স্টেট ব্যাঙ্ক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন