হতাশ বাজারে পড়ল সূচক

পাইকারি মূল্যবৃদ্ধির হার জুলাইয়ে গত প্রায় দু’বছরের মধ্যে সব থেকে উঁচুতে গিয়ে ঠেকেছে। জুনে শিল্পোৎপাদন বাড়লেও তা গত বছরের তুলনায় কমে হয়েছে মাত্র ২.১ শতাংশ। বিশেষ করে এই দুইয়ের জেরে মঙ্গলবার হতাশ বাজারে পড়ল শেয়ার সূচক। এ দিন সেনসেক্স বাজার বন্ধের সময় ৮৭.৭৯ পয়েন্ট কমে ঠেকে ২৮,০৬৪.৬১ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:১৯
Share:

পাইকারি মূল্যবৃদ্ধির হার জুলাইয়ে গত প্রায় দু’বছরের মধ্যে সব থেকে উঁচুতে গিয়ে ঠেকেছে। জুনে শিল্পোৎপাদন বাড়লেও তা গত বছরের তুলনায় কমে হয়েছে মাত্র ২.১ শতাংশ। বিশেষ করে এই দুইয়ের জেরে মঙ্গলবার হতাশ বাজারে পড়ল শেয়ার সূচক। এ দিন সেনসেক্স বাজার বন্ধের সময় ৮৭.৭৯ পয়েন্ট কমে ঠেকে ২৮,০৬৪.৬১ অঙ্কে।
সেনসেক্সের সঙ্গে তাল মিলিয়ে নিফ্‌টিও ২৯.৬০ পয়েন্ট পড়ে থিতু হয় ৮,৬৪২.৫৫ অঙ্কে।
তবে এ দিন বেড়েছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকার দাম ১৩ পয়সা বাড়ার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম ছিল ৬৬.৭৬ টাকা।
আন্তর্জাতিক ক্ষেত্রেও শেয়ার বাজারগুলিতেও বেশ কিছু সূচকের মুখ ছিল নীচের দিকে। জাপানের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার তলানিতে ঠেকায় অখুশি লগ্নিকারীরা। তার বিরূপ প্রভাব বিশ্ব বাজারে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement