ভোটের মুখে বাজার যেন ইউসেইন বোল্ট

ভোটের মুখে অনেক সময়ই কিছুটা নড়বড়ে থাকে বাজার। তার জায়গায় এমন ষাঁড়ের দৌড়ের পিছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০১:৫৭
Share:

দু’দিন হোঁচট খাওয়ার পরে ১৭৭.৫১ পয়েন্ট উত্থানে সপ্তাহ শেষ করল সেনসেক্স। দাঁড়াল ৩৮,৮৬২.২৩ অঙ্কে। ৬৭.৯৫ পয়েন্ট উঠল নিফ্‌টিও। থামল ১১,৬৬৫.৯৫ অঙ্কে।

Advertisement

ভোটের মুখে অনেক সময়ই কিছুটা নড়বড়ে থাকে বাজার। তার জায়গায় এমন ষাঁড়ের দৌড়ের পিছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা।

তাঁরা বলছেন, ‘‘বাজারের দৌড়ের প্রধান কারণ বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ।’’ তার সুবাদে মাস তিনেকের মধ্যেই সেনসেক্স পকেটে পুরে ফেলেছে প্রায় আড়াই হাজার পয়েন্ট। এক মাসে তারা ঢেলেছে প্রায় ৪২,৯০০ কোটি টাকা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতে, বিদেশি হেজ ফান্ডের লগ্নির জোরে বাড়ছে শেয়ার বাজার।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দেকো সিকিউরিটিজের কর্ণধার অজিত দে বলেন, ‘‘মার্কিন বন্ড বাজার জৌলুস হারিয়েছে। তাই সেখান থেকে টাকা তুলে ভারতে ঢালছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।’’ তা ছাড়া, ভারত এখনও বিশ্বে দ্রুততম বৃদ্ধির দেশ। সেখানে ভোটের পরে সংখ্যাগরিষ্ঠ সরকার এলে, রকেট গতিতে সূচক বাড়ার আশাতেও বহু হেজ ফান্ড টাকা ঢালছে বলে কৌশিকের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement