Stock Market

Share Market: লাফ সূচকের, ফিরল ৫.৬৮ লক্ষ কোটি

১৫৬৪.৪৫ পয়েন্ট (২.৭%) উঠে সেনসেক্স পৌঁছল ৫৯,৫৩৭.০৭ অঙ্কে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ উত্থান। লগ্নিকারীরা ফিরে পেলেন ৫.৬৮ লক্ষ কোটি টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ০৭:২১
Share:

প্রতীকী ছবি

সপ্তাহের শুরুর দিনে ৮৬১ পয়েন্ট পড়ার ধাক্কা কাটিয়ে এক দিনেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সূচক যে শুধু হারানো জমিই ফিরে পেল তা নয়। ১৫৬৪.৪৫ পয়েন্ট (২.৭%) উঠে সেনসেক্স পৌঁছল ৫৯,৫৩৭.০৭ অঙ্কে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ উত্থান। এক দিনেই বিএসই-র লগ্নিকারীরা ফিরে পেলেন ৫.৬৮ লক্ষ কোটি টাকা। নিফ্‌টিও ৪৪৬.৪০ পয়েন্ট উঠে থামল ১৭,৭৫৯.৩০ অঙ্কে। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ভারত তথা বিশ্ব অর্থনীতির অবস্থাই নির্ধারণ করবে বাজারের গতিপথ। ফলে সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিশেষত নজরে রাখতে হবে মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধির পরিসংখ্যানের দিকে।

Advertisement

শেয়ার বাজারের পাশাপাশি এ দিন বিপুল বেড়েছে ডলারের সাপেক্ষে টাকার দরও। প্রতি ডলারের দাম ৩৯ পয়সা কমে হয়েছে ৭৯.৫২ টাকা। সোমবার এক সময়ে ৮০.১৫ টাকা ছুঁয়েছিল আমেরিকার মুদ্রাটি। বাজার মহলের ধারণা, আগামী ক’দিনে আরও উঠতে পারে টাকার দর। ডলার নামতে পারে ৭৯.২০ টাকাতেও।

বিশেষজ্ঞদের একাংশের মতে, গত সপ্তাহে ফেডারাল রিজ়ার্ভের চেয়ার জেরোম পাওয়েলের বক্তব্য অনুসারে আমেরিকায় সুদ বাড়বে বলে ধরে নিয়েই লগ্নিকারীরা শেয়ার কিনতে নেমেছেন। কিন্তু পরিস্থিতির দিকে চোখ রাখলে বোঝা যাবে বিশ্ব অর্থনীতি এখনও দোলাচলের মধ্যে রয়েছে। সে দিক থেকে ভারতের অবস্থা তুলনায় ভাল। যে কারণে এ দেশের বাজারে আস্থা রাখছেন লগ্নিকারীরা। সেই সঙ্গে টাকার দর বৃদ্ধি ও বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা এবং কম দামে ভাল শেয়ার কেনার সুযোগও কাজে লাগিয়েছেন তাঁরা। ফল হিসেবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি মঙ্গলবার ৪১৬৫.৮৬ কোটি টাকার শেয়ার কিনেছে।

Advertisement

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, পাওয়েলের সুদ বাড়ানোর ইঙ্গিতের তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসাবে সোমবার সূচক পড়েছিল। কিন্তুভারতের আর্থিক বুনিয়াদ যে মজবুত, তা এ দিন ফের প্রমাণ হল। তা ছাড়া পরিসংখ্যান বলছে আগাম আয়কর আদায় ৪১% বেড়েছে। পরোক্ষ কর আদায় বৃদ্ধিও উৎসাহজনক। অন্য দিকে রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপে পতন রুখেছে টাকা। সংস্থাগুলির আর্থিক ফলও ভাল হবে বলে আশা। তাই বাজার চাঙ্গা হয়েছে। তবে আগামী মাস তিনেক ধরে ফেড সুদ বাড়াতে থাকলে ওই সময়ে বাজার অস্থির থাকবে বলেই তাঁর ধারণা। সে ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধির পরিসংখ্যানে নজর রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন