সুপ্রিম কোর্টের নির্দেশে চাপ বাড়ল সহারার

উল্লেখ্য, সহারা-সেবি মামলায় প্রায় দু’বছর জেল খাটার পরে সুব্রতবাবু প্যারোলে মুক্ত। হুঁশিয়ারি সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা টাকা জমা না-দেওয়ায় অ্যাম্বি ভ্যালি নিলামের নির্দেশ দিয়েছিল আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:০৪
Share:

সুপ্রিম কোর্ট।- সংগৃহীত।

সহারার বিরুদ্ধে সেবির অভিযোগ ছিল, তারা অ্যাম্বি ভ্যালির নিলাম প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তাদের জন্যই তা কেনার জন্য দরপত্র দিতে আগ্রহ দেখাচ্ছেন না লগ্নিকারীরা। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রে গোষ্ঠীর ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই উপনগরী কী ভাবে ঝক্কি এড়িয়ে সহজে নিলাম করা যায়, স্বাধীন ভাবে তা ঠিক করার ভার দিল বম্বে হাইকোর্টের দু’জন বিচারপতিকে। সেই সঙ্গে সরকারি লিকুইডেটরকে তাদের নির্দেশ, এই প্রক্রিয়ায় যেন কোনও বাধা বরদাস্ত না করা হয়।

Advertisement

এ দিকে, অ্যাম্বি ভ্যালিতে কিছু সম্পত্তির মালিকানা নিয়ে ধন্দ আছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল সেবি। সেই সূত্রে বেঞ্চ এ দিন ফের জেলে পোরার হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে সহারা কর্তা সুব্রত রায়কে। সেখানকার কিছু সম্পত্তি লিজে এবং কিছু বিক্রি হয়েছে বলে সেবির করা দাবির পরিপ্রেক্ষিতে তাদের মন্তব্য, ‘‘তা হলে আমরা এই ভদ্রলোককে আবার জেলে পাঠাব এবং বিষয়টা এখানেই শেষ করব।’’

উল্লেখ্য, সহারা-সেবি মামলায় প্রায় দু’বছর জেল খাটার পরে সুব্রতবাবু প্যারোলে মুক্ত। হুঁশিয়ারি সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা টাকা জমা না-দেওয়ায় অ্যাম্বি ভ্যালি নিলামের নির্দেশ দিয়েছিল আদালত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন